শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিপ্টো-কারেন্সি কেনা-বেচার অপরাধে গ্রেপ্তার ২

সুজন কৈরী : ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ বিট কয়েন কেনাবেচার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তারা হলেন- এম এস খাঁন সোহান (২৬) ও হৃদয় সরকার (২৩)। তাদের কাছ থেকে ১টি ল্যাবটপ ও ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কেরানীগঞ্জের পূর্ব চড়াইল নূরজাহান নগর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে ই-ওয়ালেট ডটকম ডটবিডি-এর মাধ্যমে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কেনা-বেচা করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক এম এস খাঁন সোহান ই-ওয়ালেট ডটকম ডটবিডি সাইটের প্রতিষ্ঠাতা এবং মূল এ্যাডমিন। তার বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সি প্লাটফর্মে ১০ থেকে ১২টি একাউন্ট রয়েছে এবং এসব একাউন্টের মাধ্যমে তিনি ৪২ হাজার ৭১২টির বেশি সফল লেনদেন করেছেন। যার আনুমানিক পরিমান ১৮ থেকে ২০ কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সি প্লাটফর্ম ব্যাবহার করে প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকার অবৈধ লেনদেন সম্পন্ন করেছেন। এই ওয়েব সাইটের মাধ্যমে দৈনিক প্রায় ২ হাজার ইউএস ডলার সমমূল্যের উল্লিখিত ভার্চুয়াল কারেন্সিগুলোর লেনদেন সম্পন্ন হত বলে জানতে পেরেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়