শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে বড় দিন সোমবার, দুপুর ১২টায় কোনো ছায়া পড়বে না

জেরিন আহমেদ : [২] সোমবার (২১ জুন) কর্কট ক্রান্তি দিবস। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। এ দিনে সূর্য সবচেয়ে বেশি সময় ধরে কিরণ দেবে পৃথিবীর এ অংশে। এজন্য দিনও লম্বা হয়। কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা দু’টির মধ্যে কর্কট ক্রান্তি রেখা দিন কতটা বড় হবে তা নির্ধারণ করে থাকে। আজকে দিনে সূর্য়ের কিরণ থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড।

[৩] পৃথিবী বিভিন্ন দেশে বিভিন্ন নামে এ দিনটিকে ডাকা হয়। কোথাও বলে কর্কট ক্রান্তি দিবস। কোথাও আবার অয়ন দিবস নামেও ডাকা হয়। ইউরোপে বা ইংরেজিতে দিবসটিকে বলা হয় সামার সলিস্টিস। ল্যাটিন শব্দ sol এবং sisterer থেকে এসেছে সলিস্টিস (solstice)। এখানে সোল শব্দের অর্থ সূর্য ও সিস্টারার শব্দের অর্থ এক জায়গায় দাঁড়িয়ে থাকা।

[৪] বাংলাদেশের উপর দিয়েও গেছে এ কর্কট ক্রান্তি রেখা। ফলে দুপুর ১২টায় বাইরে দাঁড়ালে কোনো ছায়া পড়বে না। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের মানুষও এ সুন্দর প্রাকৃতিক বিস্ময়টি উপভোগ করতে পারবেন।

[৫] উত্তর গোলার্ধে সূর্য সোমবার বেশি সময় ধরে কিরণ দেওয়ার কারণে দক্ষিণ গোলার্ধে কিন্তু স্বভাবতই দিন হবে সবচেয়ে ছোট। উত্তর গোলার্ধে সোমবার দুপুর ১২টায় সূর্য থাকবে ঠিক কর্কট ক্রান্তি রেখার উপরে।

[৬] আজকের পর থেকেই দিন ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। আর রাত হতে থাকবে বড়। এরপর ২৩ সেপ্টেম্বর সূর্য অবস্থান করবে বিষুব রেখার উপর। সেদিন পৃথিবীর সবখানের রাত-দিন সমান হয়ে যাবে। সূত্র: বাংলা নিউজ, ডেইলি বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়