শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘোষণা করা হল "বাংলদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি

রাজু চৌধুরী :[২] "বাংলদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন" এর ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

[৩] এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে রোববার (২০ জুন) এই তথ্য জানানো হয়। এক সাধারণ সভায় কমিটি অনুমোদন দেন উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক সন্তোষ বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া এবং শিক্ষক প্রতাপ বড়ুয়া।

[৪] চট্টগ্রামের পটিয়া থানা এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সিমাজু বড়ুয়া সীমান্ত, বিকাশ বড়ুয়া, সৈকত চৌধুরী, রনি বড়ুয়া চৌধুরী, রূপন্তি বড়ুয়া, রাজীব চৌধুরী, শোভন বড়ুয়াকে যুগ্ম-আহ্বায়ক করে এই কমিটি ঘোষণা করা হয়।

[৫] সাধারণ সদস্য উত্তম বড়ুয়া, আশীষ বড়ুয়া , সন্তু বড়ুয়া, ডা. নোবেল বড়ুয়া, ডিপুল বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া,রবিন বড়ুয়া,প্রণয় তালুকদার,সঞ্জয় বড়ুয়া,আকাশ বড়ুয়া জুয়েল বড়ুয়া, রাজীব বড়ুয়া, প্রণব বড়ুয়া, প্রিয়া চৌধুরী, ইমন বড়ুয়া, রাসেল বড়ুয়া, রিটন বড়ুয়া,বিপ্লব বড়ুয়া এবং পিয়াস বড়ুয়া। অনুষ্ঠানটি সৈকত চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন করেন শিক্ষক সন্তোষ বড়ুয়া, প্রধান অতিথি প্রঞ্জাজ্যোতি বড়ুয়া লিটন, বিশেষ অতিথি তাপস কান্তি বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

[৬] আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি সংগঠন সমাজ ও জাতিকে অনেক কিছু দিতে পারে, প্রত্যেক মানুষেরই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে আর সমাজের মানুষের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে গেলে সংগঠিত হওয়া উত্তম পন্থা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন এলাকার বৌদ্ধরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়