শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১১:০৭ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে ১শ কোটি কোভিড টিকা দেওয়া সম্পন্ন

রাশিদুল ইসলাম : [২] ১শ কোটিরও বেশি কোভিড টিকা দানের মাইলফলক পার করেছে চীন। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে জানায় এ পর্যন্ত ১০১ কোটি ৪৮ লাখ ৯ হাজার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বিশ্বে আড়াই বিলিয়ন কোভিড টিকা উৎপাদন হয়েছে এবং তার ৪০ শতাংশই হচ্ছে চীনা টিকা। সিএনএন

[৩] চীনের সরকারি মিডিয়া সিনহুয়া জানায় গত পাঁচদিনে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন ১শ মিলিয়ন টিকা সরবরাহ করেছে।

[৪] চীন গত ২৭ মার্চ প্রথম বারের মত মিলিয়ন টিকা দেওয়া সম্পন্ন করে। কিন্তু গত মে মাসে চীনে টিকাদান কর্মসূচি দ্রুত গতি লাভ করে। গত মে মাসে চীনে ৫শ মিলিয়ন টিকা দেওয়া সম্পন্ন হয়।

[৫] ১শ মিলিয়ন থেকে ২শ মিলিয়ন টিকা দিতে চীনের সময় লেগেছে ২৫ দিন। বাকি ১৬ দিনে তা ছাড়িয়ে যায় ৩শ মিলিয়নে। এর পরের ৬দিনে ৮শ থেকে ৯শ মিলিয়নে।

[৬] এত দ্রুত টিকা দেওয়ার পরও চীনের উত্তরাঞ্চল এলাকা আনহুই ও লিয়াওনিং প্রদেশ এবং দক্ষিণাঞ্চলের গুয়াংডন প্রদেশে ফের কোভিডের সংক্রমণ বাড়ছে। ১৮ বছরের কম বয়সী চীনা নাগরিকদেরও কোভিড টিকা সিনোফার্ম ও সিনোভ্যাক দেওয়া হচ্ছে।

[৭] ১৪০ কোটি জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে চীন এ বছরেই টিকা দেওয়া সম্পন্ন করবে। অপেক্ষাকৃত কম জনসংখ্যা হওয়ায় বর্তমানে বিশে^ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বোচ্চ পরিমান মানুষকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়