শিরোনাম
◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব ◈ বাংলাদেশকে ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত: ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় রোগীদের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা

মিনহাজুল আবেদীন:[২] রোববার বিবিসি বাংলায় খুলনার কোভিড ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা.সুহাস চন্দ্র হালদার বলেন, চিকিৎসার সব সরঞ্জাম থাকলেও রোগীর চাপ বেশি থাকায় তাদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে, প্রতিনিয়ত তাদের সতর্ক থাকতে হচ্ছে।

[৩] তিনি বলেন, পর্যাপ্ত সিট দিতে পারছি না। ৩০জনকে ফ্লোরে রেখেছি। এটা একটা বিশেষায়িত চিকিৎসা, হাই ফ্লো ন্যাজাল ক্যানেলা, ভেন্টিলেশন দরকার হতে পারে। কিন্তু রোগীর এতো চাপ, যে কারণে আমরা ফিরিয়ে দিতে পারছি না।

[৪] তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে খুলনায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

[৫] এদিকে করোনাভাইরাসের রোগীর চাপ সামলাতে খুলনা সদর হাসপাতালের অন্যান্য রোগীদের সব সেবা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজে। আর সদর হাসপাতালকে শুধুমাত্র কোভিড রোগীদের জন্য রোববার থেকে সেবা চালু করা হয়েছে।

[৬] খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহম্মদ বলেন, ঈদের সময় লোকে দেশের বিভিন্ন স্থান থেকে যাতায়াত করেছে, ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়টা অস্বীকার করার কিছু নেই, তাছাড়া লোকজনের মধ্যে সচেতনতা একেবারেই নেই।

[৭] খুলনার এক বাসিন্দা শামীমা সুলতানা শিলু বলেন, খুলনার আশপাশের সব জেলা ভারতের সঙ্গে সীমান্ত ঘেঁষা। তাই ভারতের সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে খুলনার ওপর দিয়ে যেতে হয়। এইজন্য সংক্রমণ বেড়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়