স্পোর্টস ডেস্ক: [২] ইউরোর ফুটবলে নকআউট পর্ব নিশ্চিত করা ইতালির মুখোমুখি হবে ওয়েলস। হারলেও শেষ ষোলোয় যেতে পারে গ্যারেথ বেলের দল ওয়েলস। রোমের এস্তাদিও অলিম্পিয়াকোতে ম্যাচটি টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। একই সময় মুখোমুখি হবে গ্রুপের অন্য দু দল সুইজাল্যান্ড ও তুরস্ক। নকআউট নিশ্চিত করতে সুইসদের শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচে ইতালির কাছে ওয়েলসের হারের পাশাপাশি গোল ব্যবধানও বাড়াতে হবে সুইজারল্যান্ডকে।
[৩] এই ইতালি অজেয়। টানা ২৯ ম্যাচে জয়। আরেকটা ম্যাচ জিতলে ১৯৩৯ সালের পর নিজেদের টানা ৩০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করবে আজ্জুরিরা। এবার তাদের মুখোমুখি গ্যারেথ বেলের ওয়েলস।
[৪] এ’ গ্রুপ থেকে ইতালি ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে। এবার লক্ষ্য গ্রুপ চাম্পিয়ন হবার। ১৮ বছর পর মুখোমুখি হচ্ছে দু দল। সবশেষ দেখা ২০০৩ সালে ইউরো বাছাই পর্বে। আগের নয় ম্যাচে ৭ বারই জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২৩ গোল দেয়ার বিপরীতে কনসিভ করেছে মাত্র ৫টি। - গোল ডটকম/ চ্যানেল২৪