শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম ধাপে ২০৪টি ইউপি ও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে উপ-নির্বাচন সোমবার, প্রস্তুত ইসি

শাহীন খন্দকার: [২] সবকিছু ঠিকঠাক থাকলে ২১ জুন সকাল থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনের প্রচার-প্রচারণাও শেষ হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকেও সামগ্রিক প্রস্তুতি শেষ। এ প্রসঙ্গে ইসির জনসংযোগ পরিচালক ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, নির্বাচন সফলভাবে শেষ করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসি। ইসির পক্ষ থেকে ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হবে।

[৩] জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। এ নির্বাচন উপলক্ষে ১৯ জুন মধ্যরাত থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

[৪] নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকা সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। তবে ভোটকেন্দ্রসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নির্বাচনী কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। ভোটাররাও ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন। এস এম আসাদুজ্জামান বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ১০ জুন জরুরি সভা করে নির্বাচন কমিশন। কমিশনের জরুরি সভায় প্রথম ধাপের মোট ১৬৩টি ইউপির ভোট স্থগিত করা হয় ।

[৫] করোনার উচ্চ সংক্রমণের কারণে খুলনা বিভাগের সবগুলোসহ চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালী জেলার ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। এ ছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং পৌরসভা দুটির ভোট ইভিএম পদ্ধতিতে গ্রহণ করা হবে। এ নির্বাচন উপলক্ষে শনিবার (১৯ জুন) দিবাগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগামী ২২ জুন দিবাগত মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

[৬] এছাড়া রোববার দিবাগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা শুরু হবে, যা শেষ হবে ভোটের পরদিন মঙ্গলবার সকাল ৬টায়। লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য র‌্যাবের ১০টি টিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮ প্লাটুন, প্রতি তিন ইউনিয়নের জন্য পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। আর দুটি পৌরসভার প্রতিটির জন্য র‌্যাবের দুটি টিম, দুই প্লাটুন বিজিবি এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

[৭] এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স, প্রতি উপজেলার জন্য র‌্যাবের দুটি টিম ও তিন প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে মাদারীপুর, গাজীপুর ও নরসিংদীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়