শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতিন রহমান: আবু ত্ব-হা ফ্যানরা মূলত ‘কনস্পিরেসি থিওরিস্ট’

রাতিন রহমান: আবু ত্ব-হা ফ্যানরা মূলত কনস্পিরেসি থিয়রিস্ট। ষড়যন্ত্র ছাড়া সরল কোনো ব্যাখা তাদের ভালোই লাগে না! ‘র’ এবং ‘মোসাদ’-এর ষড়যন্ত্রে সরকারের সহযোগিতায় ত্ব-হা গুম হয়েছেন, এটা তাদের কাছে খুব প্রিয় তত্ত্ব ছিলো। খুব মেতেছিলো তারা এই নিয়ে। কিন্তু তাদের এই আনন্দের বাড়া ভাতে ছাই দিতে প্রথম শ্বশুরবাড়িতে সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় উদয় হন ত্ব-হা! শুধু তাই না, উনি এলাকাবাসী যাদের সাথেই দেখা হয়েছে, সবার সাথেই হেসে হেসে কুশল বিনিময় করেছেন। তারপর যখন তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি সরলভাবে বলে দিয়েছেন যে দুই বউয়ের ক্যাচালে অতিষ্ঠ হয়ে একটু শান্তির আশায় উনি উনার এক বন্ধুর বাড়িতে লুকিয়ে ছিলেন।

যথারীতি এই ‘সরল’ ব্যাখ্যা তো জাত কনস্পিরেসি থিয়রিস্ট ত্ব-হা ফ্যানদের পছন্দ হবার কথা না। তারা এটাকে ‘দুর্বল স্ক্রিপ্ট’ ইত্যাদি বলার চেষ্টা করলো। ত্ব-হার সাথে থাকা লোকজন এই সরল ব্যাখা সাপোর্ট করার কারণ হিসাবে দাবি করলো তাদের হয় ‘ব্যাপক ভয় দেখানো হয়েছে’ নয়তো ‘ব্রেইনওয়াশ’ করা হয়েছে। খুবই যুক্তিসংগত কনস্পিরেসি থিয়রি। কিন্তু এতোগুলা লোক কতোদিন ভয়ে ভয়ে থাকবে? সরকারের (সেই সাথে ‘র’ আর ‘মোসাদ’রও) কি ভয় নেই যে এই লোকগুলোর একদিন মনে পড়ে যাবে যে ‘আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা উচিত না’ আর সেদিন তারা ‘সঠিক’ সত্য ফাঁস করে দেবে? সরকার (সেই সঙ্গে ‘র’ এবং ‘মোসাদ’ও) কি এতোই বোকা? এও কি হতে পারে? এর মাঝে আবার কালকে রাতেই ত্ব-হাকে ছেড়ে দেওয়া হয়েছে! যে লোককে গুম করতে এতো হ্যাপা পোহাতে হলো, তাকে কীভাবে এতো তাড়াতাড়ি ছেড়ে দিলো সরকার? ডাল মে জরুর কুছ কালা হ্যায়! এতো সহজে তো সরকারের তাকে ছেড়ে দেবার কথা না!... যদি না...।

... যদি না আসল ত্ব-হা আর তার সঙ্গীসাথিদেরকে সরকার (এবং র আর মোসাদ) মিলে এখনো গোপন কোনো কারাগারে আটকে রাখে, আর লোক দেখানোর জন্য ডুপ্লিকেট (র এবং মোসাদের কাছে এরকম ডুপ্লিকেট মানুষ বানানোর টেকনোলজি আছে নির্ঘাৎ) ত্ব-হা আর তার ডুপ্লিকেট সঙ্গীসাথীদের ছেড়ে দেয়! আর কোনো ব্যাখ্যা আছে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়