সুমাইয়া ঐশী : [২] ইরাক, কুয়েত, জর্ডান এবং সৌদি আরব থেকে আটটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তি নিয়ন্ত্রণের জন্য বহু সেনা সদস্যের প্রয়োজন হয়। এই প্রযুক্তি তুলে নেওয়ার পর ধীরে ধীরে এসব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে দেশটি। সেই সঙ্গে সৌদি আরব থেকে যুদ্ধ বিমানের সংখ্যাও কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
[৩] মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
[৪] তাদের মতে এর আরো একটি কারণ হলো, বর্তমানে চীন, রাশিয়া এবং এশিয়া প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে এসব সেনা প্রত্যাহার করে এসব স্থানে মোতায়েন করা হবে। আলজাজিরা
[৫] তবে মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণ নজর সরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করে দেশটির একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এখনো এসব দেশে আমাদের ঘাঁটি আছে। আমরা পুরোপুরি সেখান থেকে সরে আসছি না। ডয়েচেভেলে
[৬] বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বেশ কিছু রদবদল এসেছে। এর আগে আফগানিস্তান ও ইরান থেকে সেনা প্রত্যারের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন।