শিরোনাম
◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিএনপি জনগণের দল, দয়া করে পানি ঘোলা করবেন না: মির্জা ফখরুলের হুঁশিয়ারি ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড়

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলশানে যাত্রীবাহী বাস চাপায় মা নিহত, মেয়ে আহত

মোস্তাফিজুর: [২]রাস্তা পারাপার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো ফৌজিয়া মাহমুদা (৪৫) নামের এক মায়ের। আহত মেয়ে। গুরুতর আহত মেয়ে আনিসা (১৭) সে বিএফ শাহিন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী।

[৩] শুক্রবার (১৮ জুন) রাত পৌনে ৯টায় সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক এসআই আলমগীর হোসেন।

তিনি বলেন- মা ও মেয়ে রাস্তা পারাপার হওয়ার সময় কুড়িল গামি আসমানী পরিবহনের যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আনিসা চিকিৎসাধীন রয়েছে।

[৪] এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ রুবেল জানান, সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের পাশ দিয়ে রাস্তাপার হওয়ার সময় যাত্রীবাহী বাসটি চাপা দেয় পরে ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

[৫] মৃতার পরিবার সূত্রে জানা যায়, মা-মেয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফিরার পথে গুলশানের সুবাস্তু নজর বেলী মার্কের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। সংবাদ শুনে মৃতার স্বামী দেলোয়ার হোসেন হাসপাতালে ছুটে আসেন। বর্তমানে ভাটারা শাহজাদপুর কাঁচাবাজারের বিপরীত পাশে ৬৮. সমতা আলফা গার্ডেনে পরিবার নিয়ে থাকতেন।

সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়