শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলশানে যাত্রীবাহী বাস চাপায় মা নিহত, মেয়ে আহত

মোস্তাফিজুর: [২]রাস্তা পারাপার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো ফৌজিয়া মাহমুদা (৪৫) নামের এক মায়ের। আহত মেয়ে। গুরুতর আহত মেয়ে আনিসা (১৭) সে বিএফ শাহিন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী।

[৩] শুক্রবার (১৮ জুন) রাত পৌনে ৯টায় সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক এসআই আলমগীর হোসেন।

তিনি বলেন- মা ও মেয়ে রাস্তা পারাপার হওয়ার সময় কুড়িল গামি আসমানী পরিবহনের যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আনিসা চিকিৎসাধীন রয়েছে।

[৪] এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ রুবেল জানান, সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের পাশ দিয়ে রাস্তাপার হওয়ার সময় যাত্রীবাহী বাসটি চাপা দেয় পরে ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

[৫] মৃতার পরিবার সূত্রে জানা যায়, মা-মেয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফিরার পথে গুলশানের সুবাস্তু নজর বেলী মার্কের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। সংবাদ শুনে মৃতার স্বামী দেলোয়ার হোসেন হাসপাতালে ছুটে আসেন। বর্তমানে ভাটারা শাহজাদপুর কাঁচাবাজারের বিপরীত পাশে ৬৮. সমতা আলফা গার্ডেনে পরিবার নিয়ে থাকতেন।

সম্পাদনা: মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়