শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশে অভিযোগ দেয়ায় যশোরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে মারপিট, ৪ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি: [২] পুলিশে অভিযোগ দেয়ায় যশোরের রামনগর পূর্বপান্তাপাড়ায় সাদেক বিশ্বাস (৪৮) নামে এক ব্যবসায়ীর বাড়ি ঢুকে মারপিটে জখম করা হয়েছে। এই অভিযোগে চার জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৭ জুন বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।

[৩] আসামিরা হলো, সদর উপজেলার ভগবতীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে লাভলু (৩২), আব্দুল হামিদের ছেলে আসাদ বিশ্বাস (২৮) এবং আবু বক্কার সিদ্দিকের দুই ছেলে আল-আমিন (২৪) ও আলাউদ্দীন (২২)।

[৪] সদর উপজেলার পূর্ব পান্থাপাড়া গ্রামের মৃত জয়নাল বিশ^াসের ছেলে সাদেক বিশ^াস বৃহস্পতিবার ১৭ জুন বিকেলে কোতয়ালি থানায় উক্ত আসামীদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা জ্জ জন সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি বলেন, গত ৫ জুন দিবাগত গভীর রাতে পৌনে ২ টায় আসামীরা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাদেক বিশ^াসকে এলোপাতাড়ী মারপিট করে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবগৃকে জানালে তারা কোন প্রতিকার না করায় তিনি কোতয়ালি থানায় অভিযোগ করেন।

[৫] থানায় অভিযোগ করার খবর পেয়ে আসামিরা গত ১৪ জুন সকালে বাদির বাড়ির উঠানে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। সাদেক বিশ্বাস গালিগালাজের প্রতিবাদ করে। এতে লাভলু এর হুকুমে তার সহযোগী আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সাদেক বিশ^াসকে জখম করে।

[৬] এসময় সাদেক বিশ^াসের পকেটে থাকা ইজিবাইকের ব্যাটারী ক্রয় করার নগদ ৫২ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় সাদেক বিশ^াসের চিৎকারে তার ভাই আব্দুল কাদের (৫৯) তার স্ত্রী আলেয়া বেগম (৫৫) , সাদেক বিশ^াসের স্ত্রী রাশিদা (৪২) ও মেয়ে খাদিজা খাতুন (২০) ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে মারপিট করে। সাদেক বিশ^াসসহ তার পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সাদেক বিশ^াসের পরিবারকে প্রাণ নাশের হুমকী দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাদেক বিশ^াসসহ তার পরিবারের সদস্যদের আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়