শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশে অভিযোগ দেয়ায় যশোরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে মারপিট, ৪ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি: [২] পুলিশে অভিযোগ দেয়ায় যশোরের রামনগর পূর্বপান্তাপাড়ায় সাদেক বিশ্বাস (৪৮) নামে এক ব্যবসায়ীর বাড়ি ঢুকে মারপিটে জখম করা হয়েছে। এই অভিযোগে চার জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৭ জুন বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।

[৩] আসামিরা হলো, সদর উপজেলার ভগবতীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে লাভলু (৩২), আব্দুল হামিদের ছেলে আসাদ বিশ্বাস (২৮) এবং আবু বক্কার সিদ্দিকের দুই ছেলে আল-আমিন (২৪) ও আলাউদ্দীন (২২)।

[৪] সদর উপজেলার পূর্ব পান্থাপাড়া গ্রামের মৃত জয়নাল বিশ^াসের ছেলে সাদেক বিশ^াস বৃহস্পতিবার ১৭ জুন বিকেলে কোতয়ালি থানায় উক্ত আসামীদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা জ্জ জন সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি বলেন, গত ৫ জুন দিবাগত গভীর রাতে পৌনে ২ টায় আসামীরা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাদেক বিশ^াসকে এলোপাতাড়ী মারপিট করে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবগৃকে জানালে তারা কোন প্রতিকার না করায় তিনি কোতয়ালি থানায় অভিযোগ করেন।

[৫] থানায় অভিযোগ করার খবর পেয়ে আসামিরা গত ১৪ জুন সকালে বাদির বাড়ির উঠানে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। সাদেক বিশ্বাস গালিগালাজের প্রতিবাদ করে। এতে লাভলু এর হুকুমে তার সহযোগী আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সাদেক বিশ^াসকে জখম করে।

[৬] এসময় সাদেক বিশ^াসের পকেটে থাকা ইজিবাইকের ব্যাটারী ক্রয় করার নগদ ৫২ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় সাদেক বিশ^াসের চিৎকারে তার ভাই আব্দুল কাদের (৫৯) তার স্ত্রী আলেয়া বেগম (৫৫) , সাদেক বিশ^াসের স্ত্রী রাশিদা (৪২) ও মেয়ে খাদিজা খাতুন (২০) ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে মারপিট করে। সাদেক বিশ^াসসহ তার পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সাদেক বিশ^াসের পরিবারকে প্রাণ নাশের হুমকী দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাদেক বিশ^াসসহ তার পরিবারের সদস্যদের আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়