শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রফতানি বৃদ্ধি ৪৬.৪৩ শতাংশ

রাশিদ রিয়াজ : ১৪ জুন নাগাদ আর্থিক পরিমাণে রফতানি আয়ের পরিমান দাঁড়িয়েছে ১৪.০৬ বিলিয়ন ডলার। প্রকৌশল, রত্ন ও অলঙ্কার ছাড়াও পেট্রেলিয়াম পণ্য রফতানি উল্লেখ যোগ্য হারে বেড়েছে ভারতে। একই সময়ে আমদানি বেড়েছে ৯৮.৩৩ শতাংশ যা আর্থিক পরিমানে ১৯.৫৯ বিলিয়ন ডলার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। দি প্রিন্ট

ভারতের রফতানি চলতি মাসের প্রথম সপ্তাহে বেড়েছে ৫২.৩৯ শতাংশ যা আর্থিক পরিমানে ৭.৭১ বিলিয়ন ডলার। জুনের দ্বিতীয় সপ্তাহে রফতানি বেড়েছে ৪০ শতাংশ যা আর্থিক পরিমানে ৬.৩৫ বিলিয়ন ডলার। গত বছর এপ্রিল-মে নাগাদ রফতানির পরিমান ছিল ২৯.৪১ বিলিয়ন ডলার। চলতি বছর একই সময়ে তা বৃদ্ধি পেয়েছে ৬২.৮৯ বিলিয়ন ডলার। কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ভারতে আশাব্যঞ্জক হয়ে দাঁড়িয়েছে। অথচ ভারত বিশে^ কোভিড সংক্রমণে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ। এপর্যন্ত দেশটিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ২৯ মিলিয়ন ছাড়িয়েছে। গত মে মাস নাগাদ ভারতে সর্বোচ্চ কোভিড সংক্রমণ ৪ লাখ থেকে বর্তমানে নেমে এসেছে ১ লাখে।

এদিকে মে মাসে ভারতের শেয়ারবাজারগুলো এশিয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকার শীর্ষ বাজারগুলোর মধ্যে প্রথম সারিতে ছিল। কোভিড সংক্রমণ পুনরুত্থান সত্ত্বেও ভারতের শেয়ারবাজারে বেঞ্চমার্ক নিফটি ফিফটি সাড়ে ৬ শতাংশ এবং বিএসই সেনসেক্স ৬.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্তত এই মাসের জন্যে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সেই পুরোনো প্রবাদ ‘গো এ্যাওয়ে এন্ড সেল ইন মে’ সত্যি হয়নি। সিএনবিসি’কে ডয়েচে ব্যাংক ইন্টারন্যাশনাল প্রাইভেট ব্যাংকের ইউরোপ এন্ড এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার তুয়ান হুইন বলেন ভারতীয় শেয়ারবাজারে এধরনের লেনদেন এমন পরিস্থিতিতে সত্যিই বিস্ময়কর। ভারতের শেয়ারবাজারগুলি অর্থনৈতিক এবং স্পষ্টত কর্পোরেট আয়ের উন্নয়নের বিপরীতে নতুন ক্ষেত্র উত্থানের তুলনায় ঈর্ষণীয় পার্থক্য সৃষ্টি করতে পারছে। এরফলে ভারত কোভিডের কারণে মন্দা কাটিয়ে উঠতে অনেকটা সাহসী পদক্ষেপ নিচ্ছে। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স বলছে ভারতের শেয়ার বাজারগুলো আগামী দিনে আরো সক্রিয় হয়ে উঠবে। এশিয়া ম্যাক্রো গবেষণার সহ-প্রধান এবং গোল্ডম্যান স্যাক্সের প্রধান এশিয়া-প্যাসিফিক ইক্যুইটি কৌশলবিদ, টিমোথি মো গত সপ্তাহে সিএনবিসিকে বলেন, ভারতের শেয়ার বাজারের ধরন লক্ষ্যণীয় হয়ে উঠেছে। বিনিয়োগ বিশেষজ্ঞ মার্ক মোবিয়াস বলেন গত মে মাসে ভারতের শেয়ারবাজার পরিস্থিতি বেশ আশ্চর্যজনক কারণ কোভিড সংকট শেয়ার বাজারকে খুব বেশি প্রভাবিত করেনি।

এদিকে ভারতের অর্থনীতিবিদ ইলা পাটনায়েক ও রাধিকা পাণ্ডে ভারতীয় নাগরিকদের পারিবারিক ধার কর্জ বাড়ছে। বিশেষত স্বর্ণের বিপরীতে। দ্রুত টিকাদান কর্মসূচি এ পরিস্থিতি সামাল দিতে পারে। ভারতে কোভিড সংমণের দ্বিতীয় ওয়েভ ও লকডাউনের কারণে পারিবারিক আয়ে ঘাটতির কারণে ধার কর্জ বাড়ছে। রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার তথ্য বলছে স্বর্ণের বিপরীতে পারিবারিক কর্জ বাড়ছে বেশি। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের পরিমানও বৃদ্ধি পাচ্ছে। গত এপ্রিলে এধরনের ঋণ বৃদ্ধি পায় ১২.৬ শতাংশ। গাড়ি কেনার ক্ষেত্রে এধরনের ঋণ ১১.৭, ক্রেডিট কার্ডের মাধ্যমে ১৭ এবং স্বর্ণের বিনিময়ে ঋণ বৃদ্ধি পেয়েছে ৮৬ শতাংশ। গত মার্চেই স্বর্ণের বিনিময়ে ভারতের ব্যাংকগুলোর দেওয়া ঋণ বৃদ্ধি পেয়েছে ৮২ শতাংশ যা আর্থিক পরিমানে ৬২ হাজার ২৩৮ কোটি রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়