ইমরুল শাহেদ: চিত্রনায়িকা কেয়া আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘কথা দিলাম’ নামের এই ছবিটির কাহিনীকার ও প্রযোজক হলেন জসিম উদ্দিন আকাশ এবং ছবিটি পরিচালনা করছেন জী. স্বাধীন। কাউসারের চিত্রগ্রহণে বিডি ২৯ মাল্টিমিডিয়া নিবেদিত এই ছবিটিতে কেয়ার বিপরীতে রয়েছেন জামশেদ শামীম। এই জুটির এটাই হলো প্রথম ছবি। প্রেম নির্ভর এ ছবিটি নির্মিত হচ্ছে গ্রামীণ পটভূমিকায়।
ছবিটিতে তার নাম থাকে সখি এবং জামশেদ শামীমের নাম থাকে নয়ন। নয়ন-সখির প্রেম নিয়ে ছবির আখ্যান ভাগ গড়ে উঠেছে। কেয়া জানান, তিনি থাকেন চেয়ারম্যান মেয়ে। ভিন্ন স্বাদের একটি গল্প। অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। কেয়া বলেন, ‘আমার চরিত্রটি বেশ বৈশিষ্ট্যমন্ডিত এবং চরিত্রটির প্রাণপ্রতিষ্ঠায় আমাকে যথেষ্ট শ্রম দিতে হবে।’ কেয়া জানান, ছবিটির শুটিং হবে মানিকগঞ্জ লোকেশনে। কিন্তু মানিকগঞ্জের কোন এলাকায় শুটিংটা হবে তা প্রযোজক ও পরিচালক তাকে এখনও জানাননি।
উল্লেখ করার বিষয় হলো, মাত্র কয়েকদিন আগে তার অভিনয়ের দুই দশক পার হয়েছে। এই বিষয়ে তাকে নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছে। তিনি বর্তমানে আলী আজাদ পরিচালিত ‘বনলতা’ ছবিতে কাজ করছেন। পূর্বাহ্নে তার জানতে চাওয়া হয়েছিল তার হাতে আর কি কি ছবি আছে? জবাবে তিনি বলেছিলেন, ‘ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা শিথিল হলেই নতুন ছবির কাজ শুরু হবে।
তখন নাম বলব। শুরুর আগে কোনো ছবির নাম বলতে চাই না। তবে আমার হাতে বেশ কয়েকটি ছবি আছে।’ এসব ছবিরই একটি হলো কথা দিলাম। তিনি জানান, তার এ পর্যন্ত ৩৫ থেকে ৪০টির মতো ছবি মুক্তি পেয়েছে। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি ছবির কাজও শেষ করে এনেছেন। সেগুলো মুক্তি পেলে তার পর্দা জীবন আবারও গতিশীল হয়ে উঠবে। কথা প্রসঙ্গে তার জানতে চাওয়া হয়, তিনি বিয়ে করছেন কবে? তিনি হেসে দিয়ে বলেন, ‘বিয়েতো করা উচিত। দেরি না করে আমার জন্য পাত্র দেখা শুরু করে দিন।’ কথা দিলাম ছবিটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন মনির হোসেন আবুল এবং কালার গ্রেডিংয়ে রয়েছেন আশিকুজ্জামান অপু।