শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১১:৪৮ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৫ হাজার ৩১০ রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত: নির্বাচন অফিসের এক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দুদক মামলা

রিয়াজুর রহমান রিয়াজ : [২] বুধবার (১৬ জুন) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করা হয়।

[৩] মামলায় অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের সাবেক নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, কক্সবাজার সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের উপজেলা সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া এবং চট্টগ্রামের পাঁচলাইশ থানা নির্বাচন অফিস কার্যালয়ের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক।

[৪] সূত্র মতে জানা যায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় সংযুক্ত করতে ডেল ৬৩০ নামীয় একটি নির্বাচন কমিশনের একটি ল্যাপটপ আত্মসাৎ করেন অভিযুক্তরা। এ ল্যাপটপ ছাড়া আরও কয়েকটি ল্যাপটপ ব্যবহার করেছে রোহিঙ্গাদের ভোটার তালিকায়।

[৫] ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অভিযুক্তরা প্রতিজন রোহিঙ্গার কাছ থেকে নিয়েছেন মোটা অংকের টাকা। আর টাকার বিনিময় ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গাকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

[৬] দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ৪ জনই নির্বাচন কমিশনের। এর মধ্যে ১ জন নির্বাচন অফিসের কর্মকর্তা, আর বাকি ৩ জন কর্মচারী। তারা অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় সংযুক্ত করতে নির্বাচন কমিশনের একটি ল্যাপটপ আত্মসাৎ করে। তা ছাড়াও সেখানে ব্যবহার করা হয়েছে আরও কয়েকটি ল্যাপটপ।

[৭] এসব ল্যাপটপ দিয়ে ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন অভিযুক্তরা। দণ্ডবিধির ২০১, ৪০৯, ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

[৮] মামলার বাদি ও দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে ৫৫ হাজার ৩১০ রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে। এসব কাজ সহজে করতে নির্বাচন কমিশন থেকে আত্মসাৎ করে একটি ল্যাপটপও।

[৯] একই সঙ্গে অবৈধ ভোটার তালিকায় ব্যবহার করেছে আরও কয়েকটি ল্যাপটপও। তদন্তে আরও কেউ জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের এই কর্মকর্তা জানান।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়