শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিবি কার্যালয়ে পরীমণি

মাসুদ আলম: [২] রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয়ে গেছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে যান তিনি। পরীমণির সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী ও মামলার সাক্ষী পরীমণির কসটিউম ডিজাইনার জিমি। সেখানে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

[৩] সোমবার দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে নাসির উদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ ও পরিমনির বন্ধু অমি এবং নাসিরের ২ রক্ষিতা লিপি ও সুমি এবং অমির বান্ধবী স্নিগ্ধা। ওই বাসায় ডিজে পার্টি ও মদের আসর বসতো। ফুর্তির জন্য চুক্তিতে নারী সঙ্গী রাখতেন নাসির। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি মদ, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়। আজ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলা হয়।

[৩] ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, এটা অমির বাসা। পরীমনির সংবাদ সম্মেলনের পর থেকে নাসির তার ৩ রক্ষিতাকে নিয়ে এ বাসায় পালিয়ে ছিলেন। এছাড়া মাদক রাখার অভিযোগে ওই ৩ নারীকে গ্রেপ্তার করা হয়। নাসিরের বিরুদ্ধে আগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে। নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কার করা হয়।

[৪] তিনি আরও বলেন, পরীমনি স্বনামধন্য নায়িকা। বোট ক্লাব যেতেই পারেন। গেলে যে তাকে ওখানে হয়রানি করবে সেটা ঠিক না। আসলে কী ঘটেছে তা বিস্তারিত তদন্ত করে বলতে পারব।

[৫] এদিকে সোমবার ক্লাব নির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

[৬] সোমবার নায়িকা পরীমনি বাদী হয়ে সাভার থানায় মামলা ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এক নম্বর আসামি করা হয় নাসির উদ্দিন মাহমুদকে। দুই নম্বর আসামি পরীমণির বন্ধু অমি। এছাড়া ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন ডেভেলপার ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। এছাড়া তিনি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ।

[৭] পরীমনি বলেন,এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।

[৮] ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গত ৮ জুন বনানী থানায় গিয়েছিলেন পরিমনি। সেই রাতের সিসিটিভি ফুটেজ দেখা যায়, তার সঙ্গে আরও দুইজন ছিলেন। তিনি ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। কিছুটা অসংলগ্ন অবস্থায় তার দুই জন সঙ্গী তাকে প্রায় পাঁজাকোলা করে থানায় নিয়ে আসে। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন তখন ডিউটি অফিসার তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করেন

[৯] মামলার এজাহারে পরীমনি বলেন, গত ৮ জুন রাত সাড়ে ১১টায় তার বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি (৩০), অমি (৪০) ও বনিসহ (২০) দুটি গাড়িযোগে তারা উত্তরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে অমি বলে বেড়িবাঁধস্থ ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো তারা সবাই রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের ঢাকা বোট ক্লাবের সামনে গিয়ে গাড়ি দাঁড় করান।

[১০] আমার ছোটবোন বনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বোট ক্লাবে যায়। টয়লেট হতে বের হতেই নাসির উদ্দিন মাহমুদ আমাদেরকে ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ নাসির মদ্যপানের জন্য জোর করেন। আমি মদ্যপান করতে না চাইলে নাসির আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করে। এতে আমার সামনের দাঁতে ও ঠোঁটে আঘাত পাই। আসামিরা শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়