শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: সংসদীয় কমিটি নারী ইউএনও’র স্থলে একজন পুরুষ দিয়ে গার্ড অব অনার দেওয়ার যে কথা তুলেছেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাই

আরিফ জেবতিক: আমি অনেক বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নিয়েছি। জানাজার সাথে রাষ্ট্রীয় স্যালুটের কোনো সংশ্রবও দেখিনি, সংঘাতও দেখিনি। জানাজা একটি ধর্মীয় কর্তব্য। ইউএনও কিংবা থানার ওসি গিয়ে মুক্তিযোদ্ধার জানাজা পড়ান না, বরং স্থানীয় আলেম অথবা মৃত ব্যক্তির ঘনিষ্ঠ কোনো যোগ্য আত্মীয় জানাজা পড়ান।

জানাজা শেষ হওয়ার পর প্রশাসনের লোকজন গিয়ে জাতীয় পতাকা কফিনের ওপর রাখেন, তারপর থানার পুলিশরা সশ্রদ্ধ স্যালুট দেন। স্যালুটের পর তাঁরা আবার জাতীয় পতাকাটি কফিন থেকে তুলে সুন্দর করে ভাঁজ করে সরে যান। এখানে ধর্মীয় বা সামাজিক কোনো রীতিনীতিতে কোনো সমস্যা হয় না।

আমি একবার দেখেছি যেখানে প্রশাসনের নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমার বন্ধু টিপুর শ্বশুর, যিনি একজন বীরমুক্তিযোদ্ধা পুলিশ অফিসার ছিলেন, তাঁর মৃত্যুর পর মিরপুরে জানাজায় রীতি অনুযায়ী সরকার থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে একজন সিভিল প্রশাসনের নারী কর্মকর্তা (ইউএনও কী না আমি জানি না) উপস্থিত ছিলেন। তিনি জানাজায় অংশও নেননি, প্রশাসনের চেয়ারের গরম দেখিয়ে কোথাও হম্বিতম্বিও করেননি। জানাজা চলাকালীন সময়ে তিনি একটু দূরত্বে পরিবারের নারী সদস্যদের পাশে সুন্দরভাবে দাঁড়িয়ে ছিলেন এবং পুলিশ বাহিনীর গার্ড অব অনার দেওয়ার পরে কফিনে পুষ্পস্তবক অর্পন করেছিলেন। সেই জানাজায় উপস্থিত প্রায় অর্ধ হাজার মানুষের কেউ তাঁকে ভিন্নভাবে দেখেছে বা অস্বস্তিতে পড়েছে-এরকম আমার মোটেও মনে হয়নি।

সংসদীয় কমিটি নারী ইউএনও’র স্থলে একজন পুরুষ দিয়ে গার্ড অব অনার দেওয়ার যে কথা তুলেছেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কোনো মুক্তিযোদ্ধা যদি মৃত্যুর পর গার্ড অব অনার নিতে না চান, সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ইসলাম ধর্মে গার্ড অব অনার দেওয়ার কোনো রীতি নেই, যে কারও অধিকার আছে তাঁর নিজ ধর্মের রীতিতে নেই এমন কিছুর সঙ্গে না জড়ানোর সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু গার্ড অব অনার একটি সুন্দর জিনিস। রাষ্ট্র তার শ্রেষ্ঠ সন্তানদের শেষ যাত্রায় ভালোবেসে, সম্মান জানিয়ে বিদায় জানায়। এই সুন্দর জিনিসটিকে যাতে কেউ বিতর্কিত না করে, সেটা দেখার দায়িত্ব সবার।

লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়