আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ পন্থায় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ইঞ্জিন গুঁড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাশবাড়ীর নদ-নদী বেষ্টিত নিম্নাঞ্চল কিশোরগাড়ী ইউপি, হোসেনপুর, মহদীপুর ও বেতকাপা ইউনিয়নসহ বিভিন্ন ইউপি এলাকায় চিহৃিত বালুখেকোরা দীর্ঘদিন ধরে বাধাহীন বালু উত্তোলন করে চলেছে।
[৩] বিভিন্ন পত্র-পত্রিকাসহ গণমাধ্যমে নিউজ প্রকাশ হলে উপজেলা প্রশাসন বিষয়টি নজরে নেন। রোববার (১৩ জুন) উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিমসহ ভ্রাম্যমাণ আদালত উপজেলার কিশোরগাড়ী ইউপির বাউলাপাড়ায় অভিযান চালায়। বালুখেকোরা বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।
[৪] ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলন কাজে ব্যবহৃত স্যালো ইঞ্জিন, পলেথিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জাম সমূহ গুঁড়িয়ে দেয়। দীর্ঘদিন পর হলেও ইউএনও’র নেতৃত্বে এমন একটি অভিযান পরিচালনা করায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ভুক্তভোগী মহল অত্রালাকা জুড়ে অবস্থিত বালু উত্তোলনের চিহিৃত পয়েন্টসমূহ গুঁড়িয়ে দেয়াসহ বালুখেকোদের পাকড়াও করতে উপর্যুপরি অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।