শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ৮

নুরনবী সরকার: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ২৪ জনকে আসামী করে মামলা দায়ে করেছেন নিহতের বাবা সামছুল ইসলাম।

সোমবার (১৪ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন। এর আগে শনিবার (১২ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কিশামত গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মদাতী ইউনিয়নের কিশামত মদাতী গ্রামের নিহত সাইফুল ইসলামের বাবা সামছুল ইসলাম ও আজগর গংয়ের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। শনিবার (১২ জুন) দুপুরে আজগরসহ তার নেতৃত্বে একটি দল সাইফুল ইসলামের জমি দখল করতে আসে। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটলে দুই পক্ষের ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। সেখানে সাইফুল ইসলাম নামে যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে ওইদিন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সোমবার (১৪ জুন) দুপুরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সামছুল ইসলাম ২৪ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়