শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে ফেলে যাওয়া শিশুর অভিভাবকের সন্ধান মেলেনি, দায়িত্ব নিতে চায় এক দম্পতি

এম কে আই জাবেদ: [২] কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল গ্রামে এক মাস বয়সী একটি জীবিত শিশু পাওয়া গিয়েছে। গতকাল রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীকাইল টু নবীপুর রোডের পাশে হুমায়ুন কবিরের দু'তলা বাড়ীর নিচতলা থেকে এই শিশুটি উদ্ধার করা হয়।

[৩] ব্যবসায়ী হুমায়ূন কবিরের স্ত্রী জাহানারা বেগম জানান, আমরা দুতলায় রুম থেকে দুপুরে অনেকক্ষণ যাবত নিচতলায় একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই। প্রথমে ভেবে ছিলাম হয়তো কার বাচ্চা মায়ের সাথে এসে কান্না করছে। কিন্তু পরে নেমে গিয়ে দেখি সিড়ির মুখে ফ্লোরে শিশুটি একা পরে রয়েছে। আশে-পাশে কাউকে দেখতে পাওয়া যায়নি । আমার স্বামীও নিচে নেমে আসেন এবং শিশুটিকে আমার কোলে তুলে নিতে বলেন। নিশ্চয় কেউ এখানে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির পরনে একটি হলুদ রংঙ্গের জামা ছিল। শিশুটি মেয়ে এবং আনুমানিক বয়স একমাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[৪] গত ২৪ ঘন্টায় শিশুটির কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি বা কেউ দাবি করতে আসেনি। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

[৫] এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি হুমায়ূন কবিরের পরিবারের মাঝে আদর যত্নে হেফাজতে রয়েছে এবং তারা শিশুটিকে লালন-পালন করতে আগ্রহী বলে জানান। তাদের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

[৬] মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়