শিরোনাম
◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা

লিহান লিমা: [২] সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়েছে দেশটির জান্তাবিরোধী কয়েক লাখ বিক্ষোভকারী। রোববার রাজধানী ইয়াঙ্গুনে কালো কাপড় পরে ‘নির্যাতিত রোহিঙ্গাদের জন্য প্রতিবাদ’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। তারা জান্তাবিরোধী প্রতীক তিন আঙ্গুল দেখিয়ে সামাজিক মাধ্যমে ‘ব্ল্যাকফররোহিঙ্গা’ হ্যাশট্যাগে ছবি পোস্ট করেন। সিএনএ

[৩] মিয়ানমারের আলোচিত মানবাধিকারকর্মী থিনজার শুনলেই টুইটবার্তায় রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রত্যেকের ন্যায়বিচার নিশ্চিত হবে। একই সঙ্গে মিয়ানমারের প্রত্যেক নাগরিক ন্যায়বিচার পাবেন।’

[৪] ফেব্রুয়ারির সেনা অভ্যূত্থানে উৎখাত হওয়া নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এর পাঁচ নীতিকৌশলের একটি তে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয়া হয়।

[৫] এই প্রতিশ্রুতি পরই শনিবার এক সংবাদ সম্মেলনে জান্তা সরকারের মুখপাত্র ঝাও মিন তুন বলেন, ‘রোহিঙ্গা হলো একটি কাল্পনিক নাম। যারা নিজেদের এই নামে অভিহিত করে তারা আসলে ‘বাঙালি’। রোহিঙ্গারা মিয়ানমারের স্বীকৃত জাতিগুলোর তালিকায় নাই। তালিকা ও আইন অনুসারেই মিয়ানমার নাগরিকত্ব দেবে।’

[৬] তার এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানাতে শুরু করেন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। এদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়। যদিও এক বছর আগে এসব মানুষের অবস্থান ছিল সম্পূর্ণ । এমনকি ওই সময় রোহিঙ্গা শব্দ ব্যবহারই নিষিদ্ধ ছিলো। তখন রোহিঙ্গাদের পক্ষ নেয়ায় অনেক অধিকারকর্মী ও সাংবাদিকরা অনলাইনে তোপের মুখে পড়েন।

[৭] ইউরোপভিত্তিক আলোচিত রোহিঙ্গা অধিকারকর্মী রো নায় সান লুইন বলেন, রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এক বছরের মতো সময় লাগে। রোববারই প্রথম এটি ভাইরাল হয়েছে। আমি খুবই খুশি। মিয়ানমারের জনগণ ভবিষ্যতে রোহিঙ্গাদের প্রতি আরও সংহতি জানাবেন বলে আমি আশাবাদী।’

[৮] ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন হত্যা, ধর্ষণ, লুটপাটের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মিয়ানমার বিষয়টি নিয়ে গড়িমসি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়