শিরোনাম
◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে গোন্তা দাখিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের আদেশ

জাকির আকন ঃ [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা আলিম মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ টি,আর আব্দুল মান্নান এর বিরুদ্ধে কাংখিত সনদ ছাড়াই সুপার পদে বেতন ভাতা, এন,আই,ডি জালিয়াতি করে ১৪ বছর কমিয়ে আপন ভাতিজাকে চাকুরি, সরকারী অর্থআত্মসাতসহ অনিয়ম ও দূর্নীতির সরজমিনে তদন্ত পূর্বক মতামত প্রেরণের জন্য কতৃপর্ক্ষের অনুমোদন ক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তদন্ত ক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার । বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃপর্ক্ষের অনুমোদন ক্রমে পত্রাদেশ আদেশ জারি করার পর তাড়াশ উপজেলা নির্বাহী তদন্ত করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করেন।

[৩] সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাড়াশ উপজেলার গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগের উচ্চতর তদন্ত পূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য পত্রাদেশ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন।
[৪] তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার উপরোক্ত পত্রের আলোকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে দায়িত্ব দেন। তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান বাংলাদেশ সময় কে জানান উপজেলার গোন্তা আলিম মাদ্রাসার সুপার টি আর আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত এর পত্র ৯জুন পেয়েছি।

[৫] তিনি আরো জানান তদন্তের ডেট (দিন) নির্ধারন করা হয়নি তবে সামনে সপ্তাহে দিন ধার্য করে সরজমিনে গিয়ে অভিযোগের আলোকে তদন্ত করা হবে । মাদ্রাসার সভাপতি মোঃ আবুল বাশার জানান এর আগে মাদ্রাসা বোর্ড ও জেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তা বরখাস্তকৃত অধ্যক্ষ এর আপন খালু উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার মোঃ নুরুন্নবী সরজমিনে তদন্ত না করে আত্মীয়করণ করে গর্ভনিং বডির বক্তব্য গ্রহণ না করে মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন রিপোর্ট প্রদান করেছিল।

[৬] এ বিষয়ে তিনি রেজিষ্টার মাদ্রাসা শিক্ষা বোর্ড কে জানিয়ে সঠিক ও পুনঃতদন্তের জন্য আবেদন করেছিলেন।

[৭] উল্লেখ্য অধ্যক্ষ টি,আর আব্দুল মান্নানের বিরুদ্ধে মাত্র ১১ বছর বয়সে দাখিল পাশ, কামিল পাশ করার আগে সনদ জালিয়াতি করে সুপার পদে যোগদান, এন,আই,ডি জালিয়াতি করে ১৪ বছর কমিয়ে আপন ভাতিজাকে মাদ্রাসায় চাকুরি প্রদান ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৮ ডিসেম্বর মাসে সাময়িক বরখাস্ত করে প্রভাষক মোঃ আবু বক্কর কে অধ্যক্ষ এর দায়িত্ব প্রদান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়