শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডের দু'পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে করছে জেলা প্রশাসন

রিয়াজুর রহমান:[২] সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ৬ ম্যাজিস্ট্রেট তিনটি দলে ভাগ হয়ে বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে পাহাড়ের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদে এ কার্যক্রম পরিচালনা করেন।

[৩] লিংক রোডের হাটহাজারী অংশে অভিযান পরিচালনা করছেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসানন মুরাদ। কাট্টলী অংশে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান।

[৪] সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম ও নগরীর সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত।উচ্ছেদ কার্যক্রমে অংশ নেওয়া টিমগুলোর সাথে রয়েছে বিভিন্ন সেবা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, বায়েজিদ সংযোগ সড়কের দুপাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

[৬] এর আগে গত ৯ জুন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের কার্যালয়ে জেলার বিভিন্ন স্থানে আজ (সোমবার) থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেন পাহাড় ব্যবস্থাপনা সংক্রান্ত উপকমিটি। শুরুতে বায়েজিদ সংযোগ সড়কের দুপাশে উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দুই সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালনা হওয়ার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়