মহসীন কবির, মঈন উদ্দীন: [২] রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
[৩] রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোর দুইজন এবং মেহেরপুরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ১০ জন রোগী করোনা পজিটিভ ছিলেন। করোনা পজিটিভে মারা যাওয়া রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এটিই সর্বোচ্চ রেকর্ড। বাকি দুইজন উপসর্গে মারা গেছেন।
[৪] সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৭জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি। সম্পাদনা: জেরিন আহমেদ