শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবীর বিকাশ সরকার: বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা কঠিন!

প্রবীর বিকাশ সরকার: আমার জাপানি রাজনীতি সচেতন বন্ধুরাও মাঝে মাঝে জিজ্ঞেস করেন, শেখ হাসিনার পর কে হবেন দলের প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা? আমি উত্তরে বলে থাকি এরকম বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা কঠিন। কারণ রাজনীতির মূল যে লক্ষ্য সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠিত রাখা, তা বিগত ৫০ বছরেও সম্ভব হয়নি। বাংলাদেশের মতো প্রতিটি ক্ষেত্রে তীব্র বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা খুব কম দেশেই আছে। উপমহাদেশের তিনটি দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশেই এই লক্ষণ সবচেয়ে বেশি। বিদেশিরা বাইরে থেকে যতোই চেষ্টা করুন জানার জন্য তা সহজ নয়, সেইদেশে অন্ততপক্ষে বছর খানেক বসবাস করলে সহজেই বুঝতে পারবেন। অনেক জাপানি বাংলাদেশ থেকে ঘুরে এসে এই বৈষম্যর কথা আমাকে বলেছেন।

যাইহোক, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনোটির পক্ষেই কোনোদিন বৈষম্য দূর করে সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে, আমার কখনোই মনে হয়নি। এই দলগুলোর রাজনীতির সঙ্গে যারা জড়িত সকলের মনমানসিকতা অদ্ভুতভাবে একই রকম। বাঙালির চরিত্র যে ধাতুতে গড়া, যা মূলত উপমহাদেশীয় জলবায়ুদ্বারা সৃষ্ট, এই প্রভাব বা অচলায়তন থেকে বেরিয়ে আসার লক্ষণ নেই বললেই চলে। সুতরাং এভাবেই চলবে দেশ, চালাবেন যেই দলনেতা বা প্রধানমন্ত্রী হন। উন্নয়ন মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনলেও জাতিগত চরিত্রে বদল আনা সম্ভবপর হয় না, যদি না কোনো ব্যাপক পরিবর্তন সাধন করা যায়।

উন্নত দেশগুলো একসময় দরিদ্র ছিল, পিছিয়ে ছিল, সাম্রাজ্যবাদীও ছিল, কিন্তু ব্যাপক পরিবর্তন সাধন বা রাতারাতি বিপ্লবের দ্বারা সমাজে জীবনযাপন বদলের যে নজির দেখিয়েছে, তার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ছিল অপরিহার্য। বাঙালির যে চরিত্র তাতে প্রতারণা ও পরশ্রীকাতরতার প্রবণতা এতো প্রবল যে, নিজের রক্তের আত্মীয়কেও ছাড় দেয় না। এই বিরল স্বভাব অন্যান্য জাতির মধ্যে দেখা যায় না। জাপানে ৩৬ বছর ধরে অনেক দেশের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, মেলামেশা করছি, কিন্তু এরকম আত্মকেন্দ্রিক মানসিকতা দেখিনি।

জলবায়ুর অস্থিরতাও বাঙালির জাতীয় চরিত্রকে চরম খেয়ালি করে রেখেছে হাজার-হাজার বছর ধরে। উপনিবেশ ভারতের অন্যতম ব্রিটিশ শাসক লর্ড ম্যাকলে কী বলে গেছেন বাঙালি সম্পর্কে, তা হয়তো অনেকেই জানেন।

লেখক: কথাসাহিত্যিক ও রবীন্দ্রগবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়