শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে আইজিপি'র পক্ষ থেকে ঘর ও শুভসংঘ দিচ্ছে জায়গা, কষ্ট লাঘব হচ্ছে মমতাজ বেগমের

এম কে আই জাবেদ: [২] কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের দড়িকান্দি রহিমপুর গ্রামের হতদরিদ্র মমতাজ বেগম পরিবার নিয়ে কষ্টের মধ্য দিন যাপন করছিলেন। রবিবার দুপুরে মুরাদনগর থানা কমপ্লেক্সে সোয়া দুই শতক জমির দলিল হস্তান্তর করেন সামাজিক সংগঠন শুভসংঘ।

[৩] অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে তাঁর। এক বেলা খাবার জোটে তো আরেক বেলা জোটে না। অভাবের তাড়নায় বেঁচে থাকাই যেখানে দায়, সেখানে নতুন ঘরের স্বপ্ন তো শুধু মরীচিকা। তবু স্বপ্ন বুনতেন, একদিন একটা ঘর হবে। নিজের বাঁচার একটা ঠিকানা হবে। কিন্তু অভাবের জাঁতাকলে পিষ্ট জীবনে নতুন ঘরের স্বপ্ন দেখা অসম্ভব! মমতাজ বেগম ধরেই নিয়েছিলেন মৃত্যুর আগে তাঁর এই স্বপ্ন পূরণ হওয়ার নয়।

[৪] হতদরিদ্র মমতাজ বেগমের এই দুর্দশা নজরে আসে কালের কন্ঠ শুভসংঘের। সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে জমি ক্রয় করে দরিদ্র মমতাজের নামে দলিল করে দিয়েছেন।

[৫] আর পুলিশের পক্ষ থেকে সেই জায়গাতে ঘর করে দেয়ার জন্য যাবতীয় মালামাল দিবে বলে জানানো হয়েছে। নতুন জায়গার পাশাপাশি যখন শুনলেন দান করা জায়গায় নির্মিত হবে ঘর, এমন খবরে বাধভাঙ্গা আনন্দ ছিল তাঁর চোখেমুখে। আবেগে দু’চোখ বেয়ে আনন্দ অশ্রু ঝরছিল।

[৬] মমতাজ বেগমের আশা, বাকিটা জীবন সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। মমতাজ বেগমের মুখে এখন নির্মল আর তৃপ্তির হাসি।

[৭] মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমাদের আইজিপি বেনজির আহমেদ মহোদয়ের পক্ষ থেকে মমতাজ বেগমকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘর নির্মাণ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়