শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে লকডাউনের দ্বিতীয় দিনে বাড়ছে যানবাহন চলাচল, গোপনে দোকানপাট খোলা

অহিদ মুুকুল : [২] করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে দ্বিতীয় দফায় নোয়াখালীতে কঠোর লকডাউন চলছে। প্রশাসনের তৎপরতায় গত কয়েকদিনের তুলনায় শহরের প্রধান সড়কে অভ্যন্তরিণ গাড়ী ও লোকজনের উপস্থিতি অনেকটা কমেছে।

[৩] রোববার ভোর ৬টা থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে।

[৪] এ লকডাউন চলবে আগামী ১৮জুন রাত ১২টা পর্যন্ত। এর আগে গত ৫জুন থেকে ১১জুন পর্যন্ত ৭দিনের বিশেষ লকডাউন চলে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে। ওই সাতদিনে ঢিলেঢালা লকডাউন চলায় সংক্রমণ আরও বেড়ে যায়। তাই গত বৃহস্পতিবার বিকেলে জেলার করোনায় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে আরও ৭দিন বাড়ানো হয় লকডাউন।

[৫] সকালে জেলা শহর মাইজদী ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় শহরের মূল সড়ক অনেকটা ফাঁকা রয়েছে। তবে শহরের বাইরে সড়কগুলোতে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। লকডাউনকৃত এলাকাগুলোর বিভিন্ন বাজারে দোকান-পাট খোলা রয়েছে। সকাল থেকে শহর থেকে দুরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। আজ রবিবার (১৩জুন) সকাল থেকে সিএনজি ও অটো রিক্সা কিছু সংখ্যক চলাচল করছে। ইসলামিয়া সড়ক ও বড় মসজিদ মোড়ে কিছু চলাচল ও কিছু দোকান পাট খোলা রয়েছে ।

[৬] এদিকে, মানুষেকে সচেতন করতে জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। লকডাউন এলাকাগুলোতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়