শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় দ্বিতীয় স্ত্রী ও শিশুসহ তিনজনকে গুলি করে হত্যা করলো পুলিশের এএসআই

আব্দুম মুনিব: [২] শহরে প্রকাশ্য দিবালোকে পুলিশের এক এএসআই এর গুলিতে স্ত্রীর পূর্বের স্বামীর পুত্রসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে। রোববার সকাল ১১টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সমানে এ ঘটনা ঘটে।

[৩] অস্ত্রসহ ঘাতক এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ।

[৪] সকাল পৌনে ১২টার দিকে কাস্টম মোড় এলাকায় তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে পড়ে যায় শিশুটি। এরপর নারী ও এক পুরুষকে গুলি করে কাছ থেকে। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ওই ঘাতককে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।

[৫] আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। এদের মধ্যে একজন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মেসবাহ আলীর ছেলে বিকাশ কর্মী শাকিল খান। আর নারীর নাম আসমা ও শিশুর নাম রবিন। নিহত নারী সৌমেনের দ্বিতীয় স্ত্রী। দেড় বছর আগে তাদের বিবাহ হয়। আসমার বাড়ি কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামে। শিশুটি আসমার পুত্র।

[৬] বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

[৭] পুলিশের একটি সুত্র জানিয়েছে, সৌমেন বর্তমানে খুলনার ফুলতলা থানায় কর্মরত। এর আগে তিনি কুষ্টিয়ায় কুমারখালী থানা ও মিরপুরের হালসার আইসি হিসেবে চাকুরি করেছেন। সৌমেনের বাড়ি মাগুরা জেলায়।

[৮] কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

[৯] একটি সূত্রে জানা গেছে, আসমার ৩টি বিয়ে হয়েছে। তার প্রথম স্বামীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। আসমার দ্বিতীয় স্বামী রুবেলের ঘরের সন্তান নিহত শিশুর রবিন। রুবেলের সাথে ছাড়াছাড়ির পরে ৪ বছর আগে এএসআই সৌমেন সরকারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর বিয়ে হয়। এদিকে গুলিতে নিহত শাকিল এবং আসমার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাকিলের বোন লিপি খাতুন বলেন, শাকিল এবং আসমার মধ্যে কোনো বৈবাহিক সম্পের্কের কথা তাদের জানা নেই। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়