শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীতে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে ড্রাইভার নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর বনানীতে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় পিকআপট ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পিকআপে থাকা পাঁচ জন।

[৩] শনিবার (১৩ জুন) দিবাগত রাতে দিবাগত সোয়া একটায়, কলোনি মোড় নেভি হেড কোয়ার্টারের সামনে,এ ঘটনাটি ঘটে ।

[৪] নিহতের, নাম আব্দুল জলিল মোল্লা (৪০)। তার বাবার নাম তমিজউদ্দিন মোল্লা গাজীপুরের বাসিন্দা।

[৫] হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক মোঃ আব্দুর রাজ্জাক জানান, পিকআপ চালক কে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন আমার সিএনজিতে উঠিয়ে দেয়। পরে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] সত্যতা নিশ্চিত করেন বনানী থানার উপ-পরিদর্শক এসআই মাহফুজ। তিনি বলেন, একটি মিনি পিকআপভ্যানে মহাখালী থেকে ১০-১২ জন শ্রমিক নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় নেভি কোয়ার্টারের সামনে, পিকআপ ভ্যানটিকে পিছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দেয়।আশেপাশের লোকজন থেকে জানা গেছে পিকআপ উল্টে গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে পিকআপটি দাঁড়ানো অবস্থায় দেখা গেছে বলেও তিনি জানান।

[৭] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পিকআপভ্যানে থাকা ৫ জন সামান্য আহত হয়েছে। আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

[৮] মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়