শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীতে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে ড্রাইভার নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর বনানীতে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় পিকআপট ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পিকআপে থাকা পাঁচ জন।

[৩] শনিবার (১৩ জুন) দিবাগত রাতে দিবাগত সোয়া একটায়, কলোনি মোড় নেভি হেড কোয়ার্টারের সামনে,এ ঘটনাটি ঘটে ।

[৪] নিহতের, নাম আব্দুল জলিল মোল্লা (৪০)। তার বাবার নাম তমিজউদ্দিন মোল্লা গাজীপুরের বাসিন্দা।

[৫] হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক মোঃ আব্দুর রাজ্জাক জানান, পিকআপ চালক কে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন আমার সিএনজিতে উঠিয়ে দেয়। পরে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] সত্যতা নিশ্চিত করেন বনানী থানার উপ-পরিদর্শক এসআই মাহফুজ। তিনি বলেন, একটি মিনি পিকআপভ্যানে মহাখালী থেকে ১০-১২ জন শ্রমিক নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় নেভি কোয়ার্টারের সামনে, পিকআপ ভ্যানটিকে পিছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দেয়।আশেপাশের লোকজন থেকে জানা গেছে পিকআপ উল্টে গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে পিকআপটি দাঁড়ানো অবস্থায় দেখা গেছে বলেও তিনি জানান।

[৭] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পিকআপভ্যানে থাকা ৫ জন সামান্য আহত হয়েছে। আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

[৮] মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়