শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১১:৪৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকাণ্ডের পেছনের ঘটনা জানতে চান বিসিবি বস

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের তিন ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে ৫ লাখ জরিমানাও গুনতে হচ্ছে। তবে এখানেই সব কিছুর শেষ নয়। আবাহনীর বিপক্ষে ওই ম্যাচে তিনি কেন এমন তুঘলকি কান্ড ঘটালেন তা জানতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সেজন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি অনুসন্ধান করবে সেদিন মাঠে কি এমন ঘটেছিল যে সাকিব মাঠে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। তদন্ত শেষে আগামি মঙ্গলবারের বোর্ড সভায় তা বিসিবি সভাপতির কাছে পেশ করবেন তদন্ত কমিটি।

শনিবার (১২ জুন) সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানালেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ’র (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।

সাকিবকাণ্ডের পেছনের ঘটনা জানতে চান বিসিবি সভাপতি

তিনি বলেন, ‘বোর্ড সভাপতি আমাদের ডেকেছিলেন। আমি ও জালাল ইউনুস ভাই উনার সঙ্গে কথা বলেছি। উনি পুরো বিষয়টা জানতে চেয়েছেন কি হয়েছে। এ নিয়ে তিনি উদ্বিগ্ন। উনি জানতে চেয়েছেন, এই ঘটনার মূল কারণটা কি? (সাকিব) কেন এমন করল, সেটা উনি জানতে চান।”

পাঁচ সদস্যের এই তদন্ত কমিটিতে আছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক নাঈমুর রহমান, শেখ সোহেল এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

কাজী এনাম জানান, আগামী দুই দিনের মধ্যে সবার সঙ্গে কথা বলে ১৫ জুনের বোর্ড সভায় একটা চিত্র তারা তুলে ধরবেন।

‘সামনে তিন দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। উনি (বিসিবি সভাপতি) বলেছেন এর আগে তদন্ত করার জন্য। আমরা সব ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব আগামী দুই দিনের মধ্য। তাদের সঙ্গে কথা বলব এবং এই ঢাকা প্রিমিয়ার লিগের খেলার কোনো ঘটনা নিয়ে, কোনো ইস্যু নিয়ে, কোনো সিদ্ধান্ত নিয়ে তাদের যদি কোনো আপত্তি থাকে, কোনো পয়েন্ট থাকে আমরা শুনব।’

সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়