শিরোনাম
◈ ভার‌তের অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন? ◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৭ রানের আগেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: [২] সেন্ট লুসিয়ায় এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজই। তবে ক্রেইগ ব্রাথওয়েটের দল গুটিয়ে যায় প্রথম ইনিংসের পরপরই। তাও মাত্র ৯৭ রানে!

[৩] ব্যাট হাতে দুই ওপেনার শাই হোপ ও অধিনায়ক ব্রাথওয়েট ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। দ্বাদশ ওভারে দলীয় ২৪ রানে হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেই থেকে শুরু বিপর্যয়ের। দলীয় ৫০ রানের মধ্যে ক্যারিবীয়রা হারায় ৫ উইকেট। এরপর তাণ্ডব শুরু করেন লুঙ্গি এনগিডি। একে একে শিকার করেন ক্যারিবীয়দের পাঁচটি উইকেট। শেষপর্যন্ত ৪০.৫ ওভার ব্যাট করে মাত্র ৯৭ রানে থামে দলটির ইনিংস।

[৪] স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান ২০, যা এসেছে জেসন হোল্ডারের ব্যাট থেকে। দুই ওপেনারই ১৫ রান করে করেছেন। রাহকিম কর্নওয়ালের ১৩ ও এনক্রুমাহ বনারের ১০ রানের ইনিংস ছাড়া নেই আর কোনো দুই অঙ্কের রানের ইনিংস।

[৫] প্রোটিয়াদের পক্ষে ১৩.৫ ওভার বল করে মাত্র ১৯ রানের খরচায় ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি, যেখানে ৭টি ওভারই ছিল মেডেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া চারটি ও কাগিসো রাবাদা একটি উইকেট শিকার করেন।

[৬] এদিকে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। ৩১ রানে এগিয়ে আছে সফরকারীরা।

[৭] সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৭/১০ (৪০.৫)
হোল্ডার ২০, ব্রাথওয়েট ১৫, হোপ ১৫
লুঙ্গি ১৯/৫, নরকিয়া ৩৫/৪, রাবাদা ২৪/১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৮/৪ (৪৩)
মার্করাম ৬০, ডুসাম ৩৪*
জয়ডেন সিলস ৩/৩৪.
- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়