শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৭ রানের আগেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: [২] সেন্ট লুসিয়ায় এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজই। তবে ক্রেইগ ব্রাথওয়েটের দল গুটিয়ে যায় প্রথম ইনিংসের পরপরই। তাও মাত্র ৯৭ রানে!

[৩] ব্যাট হাতে দুই ওপেনার শাই হোপ ও অধিনায়ক ব্রাথওয়েট ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। দ্বাদশ ওভারে দলীয় ২৪ রানে হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেই থেকে শুরু বিপর্যয়ের। দলীয় ৫০ রানের মধ্যে ক্যারিবীয়রা হারায় ৫ উইকেট। এরপর তাণ্ডব শুরু করেন লুঙ্গি এনগিডি। একে একে শিকার করেন ক্যারিবীয়দের পাঁচটি উইকেট। শেষপর্যন্ত ৪০.৫ ওভার ব্যাট করে মাত্র ৯৭ রানে থামে দলটির ইনিংস।

[৪] স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান ২০, যা এসেছে জেসন হোল্ডারের ব্যাট থেকে। দুই ওপেনারই ১৫ রান করে করেছেন। রাহকিম কর্নওয়ালের ১৩ ও এনক্রুমাহ বনারের ১০ রানের ইনিংস ছাড়া নেই আর কোনো দুই অঙ্কের রানের ইনিংস।

[৫] প্রোটিয়াদের পক্ষে ১৩.৫ ওভার বল করে মাত্র ১৯ রানের খরচায় ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি, যেখানে ৭টি ওভারই ছিল মেডেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া চারটি ও কাগিসো রাবাদা একটি উইকেট শিকার করেন।

[৬] এদিকে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। ৩১ রানে এগিয়ে আছে সফরকারীরা।

[৭] সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৭/১০ (৪০.৫)
হোল্ডার ২০, ব্রাথওয়েট ১৫, হোপ ১৫
লুঙ্গি ১৯/৫, নরকিয়া ৩৫/৪, রাবাদা ২৪/১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৮/৪ (৪৩)
মার্করাম ৬০, ডুসাম ৩৪*
জয়ডেন সিলস ৩/৩৪.
- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়