শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ-উল আযহায় বিটিভিতে ৫ দিনে থাকবে ৪০টিরও বেশি বিশেষ অনুষ্ঠান

ইমরুল শাহেদ: এ তথ্য জানিয়ে বিটিভির একটি সূত্র বলেছে, এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঈদ উদযাপন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর ঈদ’, বিটিভি প্রযোজিত ৫টি নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ ও ‘বৃত্তের বাইরে’, সরাসরি সংগীত বিষয়ক অনুষ্ঠান, ব্যান্ড শো, লোক সংগীত ও আঞ্চলিক সংগীতের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান, পাপেট শো, বিশেষ প্রতিভাসম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান, যাদু বিষয়ক অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘বৃদ্ধাশ্রমে ঈদ’, ‘পথে-প্রান্তরে ঈদ’, ‘প্রবাসীদের ঈদ’ এবং তারকাদের নিয়ে ‘ঈদ আড্ডা’। এছাড়াও সাম্প্রতিক সময়ের চলচ্চিত্রের গান, জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্রের গান, শিশুতোষ , মুক্তিযুদ্ধভিত্তিক ও পুরনো দিনের চলচ্চিত্রের গান নিয়ে ৫ পর্বের পাঁচটি ‘ছায়াছন্দ’।

এর পাশাপাশি প্রচারিত হবে ঈদ-উল-আযহার তাৎপর্য নিয়ে অনুষ্ঠান, কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পশুর বর্জ্য অপসারণের উপর বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। এবারের ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে পান্থ শাহরিয়ারের রচনায় এবং নোমান হাসান খানের প্রযোজনায় নাটক ‘বকুলের আয়না’, বৃন্দাবন দাসের রচনা ও মাহফুজা আক্তারের প্রযোজনায় ‘চারিত্রিক সনদ’, ইমদাদুল হক মিলনের রচনা ও নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় ‘বিয়ের কয়েকদিন আগে’, মীর সাব্বিরের রচনা ও সোলেমান হকের প্রযোজনায় ‘হাম্বা ডট কম’ এবং বদরুল আনাম সৌদের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘আকাশ ভাবনা’।

ঈদ-উল-আযহা আসতে এখনো এক মাসেরও বেশি সময় বাকি। তার আগেই ঈদের অনুষ্ঠানের পরিকল্পনা করা নিয়ে গণমাধ্যমটির উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) ড. তাসমিনা আহমেদ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের যতটা সম্ভব বিনোদন দেওয়া। তারকাবহুল অনুষ্ঠান যেমন আছে ঠিক তেমনি সামাজিক দায়বদ্ধতাও যেন আমরা ভুলে না যাই, সে কারণে কুরবানির তাৎপর্য, পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ নিয়েও অনুষ্ঠান থাকছে।’

তিনি বলেন, ‘প্রবাসীদেরকে নিয়েও থাকছে বিশেষ অনুষ্ঠান। আমরা সব শ্রেণীর দর্শকের কথা মনে রেখে এই ঈদের অনুষ্ঠানমালা পরিকল্পনা করেছি আর অনুষ্ঠানগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই মূলত একটু আগেভাগে পরিকল্পনা করা। আশা করছি বিটিভির ঈদ অনুষ্ঠানে দর্শকরা নির্মল আনন্দ পাবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়