শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৭:৫৩ সকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ পেসার অলি রবিনসন ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন

স্পোর্টস ডেস্ক : [২] ২৭ বছর বয়সী তারকা ক্যারিয়ারের শুরুতেই বড় এক ধাক্কা খেয়েছেন, যা সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে বলা চলে। আট বছর আগে করা টুইটের জেরে জীবনের সবটাই কেমন যেন ওলটপালট হয়ে গেছে তার। সেই ধাক্কা সামলাতেই বুঝি কিছু দিনের জন্য তিনি ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

[৩] নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল অলি রবিনসনের। ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হওয়ার পরেই ভাইরাল হয়ে যায় তার করা প্রায় আট-নয় বছর আগের একাধিক টুইট।

[৪] যে টুইটগুলোতে রবিনসন বর্ণবিদ্বেষ এবং লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। যার জেরে তাকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

[৫] রবিনসনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে বলেও জানায় ব্রিটিশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অভিষেক টেস্টে ভালো পারফরমেন্স করার পরেও, পুরনো ভুলের জেরেই ক্রিকেট জীবন অনিশ্চিত হয়ে পড়েছে রবিনসনের।

[৬] তবে জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও, কাউন্টি দলের হয়ে খেলতে রবিনসনের কোনো সমস্যা নেই। সাসেক্সের হয়ে কাউন্টির টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ারও কথা ছিল তার। কিন্তু সাসেক্সের পক্ষে জানানো হয়েছে, কঠিন একটি সপ্তাহ কাটানোর পর ক্রিকেট থেকে ছোট্ট বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলি। ওর পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছে। - জি নিউজ/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়