মাসুদ আলম: [২] বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন বলেন, ময়মনসিংহ ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই আফাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করেন বড় ভাই রমিজ উদ্দিন। বুধবার রাতে রমিজকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
[৩] তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রাতেই নিহতের স্ত্রী আফিয়া আক্তার বাদী হয়ে রমিজ উদ্দিন শেখ ও তার স্ত্রী নাজনিয়ারাকে আসামি করে মামলা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ও পারিবারিক কিছু সমস্যার কারণে রমিজ উদ্দিন তার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেন বলে স্বীকার করেন।