শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২০ বছরে বিশ্বজুড়ে প্রথমবারের মতো বেড়েছে শিশুশ্রম

লিহান লিমা: [২] ইউনিসেফ ও আইএলও জাতিসংঘের এই দুই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে এই প্রথমবারের মতো শিশুশ্রম বেড়েছে এবং করোনা ভাইরাস মহামারী আরো লাখ লাখ শিশুকে একই পরিণতির দিকে ঠেলে দেয়ার হুমকি সৃষ্টি করেছে। গার্ডিয়ান

[৩] যৌথ প্রতিবেদনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানায়, ২০২০ সালের শুরুতে বিশ্বজুড়ে শিশুশ্রমিকের সংখ্যা ছিলো ১৬ কোটি। গত চার বছরে ৮৪ লাখ শিশুশ্রমিক বেড়েছে। এই শিশুশ্রমিকদের অর্ধেকেরও বেশির বয়স মাত্র ৫ থেকে ১১ বছর।

[৪] মহামারী মারাত্মক আকার ধারণ করার পূর্বেই শিশুশ্রমিকের এই হার বাড়তে থাকে। যেখানে কি না ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শিশুশ্রমের সংখ্যা ৯ কোটি ৪০ লাখ হ্রাস পেয়েছিলো। ইউনিসেফ প্রতি ৪ বছর পরপর এই প্রতিবেদন প্রকাশ করে।

[৫] প্রতিবেদনে বলা হয়, একদিকে যেমন করোনা মহামারী বেড়েছে একই সময়ে বিশ্বের ১০জনের মধ্যে একজন শিশু শিশুশ্রমের যাঁতাকলে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাব-সাহারা আফ্রিকার দেশগুলো। এই সংস্থাগুলো জানায়, যদি দারিদ্র্যে নিমজ্জিত হওয়া পরিবারগুলোকে আর্থিক সংকট থেকে উত্তরণে সহায়তা করা না যায় তবে আরো ৫ কোটি শিশু আগামী দুই বছরে শিশু শ্রমের কবলে পড়বে।

[৬] ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফরে বলেন, ‘আমরা শিশুশ্রমের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছে। করোনা মহামারী এই পরিস্থিতিকে আরো খারাপ করেছে। এখন দ্বিতীয় বছরের মতো বিশ্বব্যাপী লকডাউন বলছে, যার ফলে স্কুলগুলো বন্ধ রয়েছে, অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে, জাতীয় বাজেট সংকুচিত হচ্ছে ও পরিবারগুলো হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়