শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:২৬ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষতিকর কার্যকলাপের সমুচিত জবাব দেবে যুক্তরাষ্ট্র, পুতিনকে সতর্ক করলেন বাইডেন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা রাশিয়ার সাথে বিরোধ চাইছি না, একটি স্থিতিশীল অনুমানযোগ্য সম্পর্ক চাই। স্পষ্ট করে বলেছি রাশিয়া ক্ষতিকারক ক্রিয়াকলাপে নিযুক্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী এবং অর্থবহ উপায়ে প্রতিক্রিয়া জানাবে।’ জেনেভায় আগামী ১৬ জুন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন। সিএনএন/ডেইলি মেইল/স্পুটনিক

[৩] মস্কোর বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা বহাল রেখেছে ওয়াশিংটন। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে। তারপর যুক্তরাষ্ট্রে সাইবার হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। মস্কো তা অস্বীকার করছে এবং সর্বশেষ বাইডেন বলেছেন তিনি চান দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক।

[৪] রুশ পররাষ্ট্রমন্ত্রি সের্গেই ল্যাভরভ বলেছেন মস্কো ওয়াশিংটনের সহযোগিতা চাইছে দুই দেশের মধ্যে সম্পর্কে যে জঞ্জাল জমেছে তা পরিস্কার করতে। তিনি মনে করেন সদিচ্ছা থাকলে দুটি দেশ গভীরতম মতপার্থক্য সত্ত্বেও সম্পর্ক উন্নয়ন করতে পারে।

[৫] প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি মি: পুতিনকে বলব যা তাকে আমি বলতে চাই। ক্ষমতায় যাওয়ার পর প্রথম ব্রিটেনের মাটিতে পৌঁছে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, পরিস্কার করে বলছি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেখিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইউরোপে গণতন্ত্র বা সার্বভৌমত্ব নস্যাৎ করতে চাইলে পাল্টা জবাব দেওয়া হবে।

[৬] বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রজোটের সঙ্গে অংশীদারিত্বের অদ্বিতীয় নেটওয়ার্ক বিশ্বে আমাদের সুবিধার মূল চাবিকাঠি হয়ে গেছে এবং তারা আমাদের সবার জন্য বিশ্বকে আরও সুরক্ষিত করে তুলেছে। আমরা আজকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে যাচ্ছি, যা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমরা শক্তির অবস্থান থেকে এটি পূরণ করতে যাচ্ছি।

https://twitter.com/i/status/1402719604250746880

  • সর্বশেষ
  • জনপ্রিয়