শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বকালের সেরা টেস্ট সিরিজ হিসেবে নির্বাচিত হলো অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০-২১

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার টেস্ট সিরিজ বোর্ডার-গাভাস্কার ট্রফি হিসেবেই পরিচিত। অ্যাশেজ এবং ভারত-পাকিস্তানের মতো সিরিজকে পিছনে ফেলে এবার এই দুই দেশের মধ্যকার ২০২০-২১ মৌসুমের টেস্ট সিরিজটি নির্বাচিত হলো ‘দ্য আলটিমেট টেস্ট সিরিজ’ অর্থাৎ টেস্ট ক্রিকেটের সর্বকালীন সেরা টেস্ট সিরিজ হিসেবে।

[৩] হাজার হাজার সিরিজ থেকে বোর্ডার-গাভাস্কার সিরিজকে সেরা নির্বাচনে আইসিসিকে সাহায্য করেছে বিশ্ব ব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকরা। তাদের ভোটেই নির্বাচিত হয়েছে এই খেতাবটি। আইসিসি সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তিতে সেরা সিরিজের মুকুট তুলে দিয়েছে অবিস্মরণীয় এই সিরিজের মাথায়।

[৪] বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আমরা নির্ধারণ করেছি আলটিমেট ক্রিকেট সিরিজ। ১৫টি মুখোমুখি লড়াই ও আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ৭ মিলিয়নেরও বেশি ভোটের পর আমরা পেয়েছি বিজয়ীকে। ২০২০-২১ বোর্ডার-গাভাসকর ট্রফির মাথায় উঠলো দ্য আলটিমেট টেস্ট সিরিজ মুকুট।

[৫] দুই সপ্তাহ আগে থেকেই সেরা সিরিজ খুজে নিতে প্রাথমিকে ভোটে নির্বাচন করা হয় ১৬টি টেস্ট সিরিজকে। দুটি করে সিরিজ বাই সিরিজ পেয়ার তৈরি করা হয়। সেখান থেকে সর্থকদের ভোটে নির্বাচিত সিরিজটিকে নেয়া হয়েছিল পরের রাউন্ডে। এভাবে সেমি-ফাইনাল এবং ফাইনাল শেষে নির্বাচিত করা হয়েছে সিরিজটি।

[৬] এই প্রতিযোগিতার সেমি ফাইনালে উঠে ১৯৯৯ সালের ভারত-পাকিস্তান সিরিজ এবং ২০০৫ এর অ্যাশেজ। ফাইনালে এই দুই সিরিজকে পিছনে ফেলে জয়ী হয় বোর্ডার-গাভাস্কার ট্রফি।

[৭] উল্লেখ্য, ৫ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে নিয়ে সিরিজ জয়ের আভাস দিচ্ছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। এর মাঝে মাত্র ৩৬ রানের অল আউট হয়ে লজ্জার সর্বাকালীন নজিরও গড়েছিল ভারত। সেখান থেকে পর পর দুই টেস্ট জয়ে সিরিজে সমতা এবং গ্যাবায় রিশাব পান্তের ব্যাটিং বীরত্বে শেষ টেস্ট জিতে ঐতিহাসিক সিরিজ নিজেদের করে নেয় ভারত। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়