হারুন-অর-রশীদ: [২] হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ এপ্রিল থেকে ২০২১ সালের ৮ জুন পর্যন্ত করোনা রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ২২২৯ জনের। এদের মধ্যে পজেটিভ হয়েছে ৬৮৭ জনের। শনাক্ত রোগীদের মধ্যে মারা গেছে ৬ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৬ শত জন।
[৩] হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮ জন। পলাতক রয়েছে ১ জন। ফরিদপুর রিফার্ড করা হয়েছে ৩৬ জন। বর্তমান ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
[৪] বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, বর্তমান করোনা রোগী বেড়ে চলেছে। যারা করোনায় আক্রান্ত আছে তারা সবাই এখন পর্যন্ত ভালো আছে। সকল রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। আক্রান্ত সকল রোগীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। যদি কারো ওষুধ কিনতে অর্থনীতিক সমস্যা থাকে আমরা যতদুর পারি ততদুর ওষুধ কিনে দিচ্ছি। সম্পাদনা: জেরিন আহমেদ