শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোর শিক্ষাবোর্ডে ভাই-বোনকে লাঞ্ছিত করার অপরাধে দারোয়ান সাদেক আলীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: [১]ভাই-বোনকে লাঞ্ছিত করার ঘটনায় যশোর শিক্ষাবোর্ডের দারোয়ান সাদেক আলীকে মঙ্গলবার (৮ জুন) শোকজ করা হয়েছে। বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আর রেজা তাকে শোকজ করেছেন। আগামী ৪ কার্যদিবসে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৯ জুন) চেয়ারম্যান আসলে তাকে চিঠি দেয়া হবে। তিনি জানান, দারোয়ান সাদেক আলী যদি শোকজের সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। আলী আর রেজা আরো বলেন, শিক্ষাবোর্ড সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মানুষ কাজে এসে লাঞ্ছিত হবে বিশেষ করে মহিলাকে লাঞ্চিত করা হয়েছে এটা আমরা কোন ভাবে মেনে নেবো না।

[২]উল্লেখ্য সোমবার (৭ জুন) ঝিকরগাছার পানি সারা ইউনিয়নের কুলিয়া গ্রাম থেকে শিক্ষাবোর্ডে কাজে আসেন রাবেয়া খাতুন ও তার ভাই আমীর হামজা।

[৩]ছোট ভাইয়ের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বিষয় জানতে রাবেয়া খাতুন বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করতে আসেন। তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করতে ভিতরে যাওয়ার চেষ্টা করলে দারোয়ান সাদেক আলী উপস্থিত লোকজনের সামনে তাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। তার ভাই আমীর হামজা এসে প্রতিবাদ করলে দারোয়ান সাদেক তাকে মারধর করে। পাশ থেকে রড নিয়ে মারার জন্য তেড়ে যায়। তখন উপসহকারি প্রকৌশলী কামাল হোসেন রুম থেকে বের হয়ে সেখানে উপস্থিত হয়ে দারোয়ানকে শান্ত করার চেষ্টা করলেও তিনি শান্ত না হয়ে আমীর হামজাকে বারবার মারতে যায়। উপসহকারি প্রকৌশলী অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর দারোয়ান সাদেক আলী শান্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়