শিরোনাম
◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিএনপি জনগণের দল, দয়া করে পানি ঘোলা করবেন না: মির্জা ফখরুলের হুঁশিয়ারি ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড়

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোর শিক্ষাবোর্ডে ভাই-বোনকে লাঞ্ছিত করার অপরাধে দারোয়ান সাদেক আলীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: [১]ভাই-বোনকে লাঞ্ছিত করার ঘটনায় যশোর শিক্ষাবোর্ডের দারোয়ান সাদেক আলীকে মঙ্গলবার (৮ জুন) শোকজ করা হয়েছে। বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আর রেজা তাকে শোকজ করেছেন। আগামী ৪ কার্যদিবসে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৯ জুন) চেয়ারম্যান আসলে তাকে চিঠি দেয়া হবে। তিনি জানান, দারোয়ান সাদেক আলী যদি শোকজের সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। আলী আর রেজা আরো বলেন, শিক্ষাবোর্ড সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মানুষ কাজে এসে লাঞ্ছিত হবে বিশেষ করে মহিলাকে লাঞ্চিত করা হয়েছে এটা আমরা কোন ভাবে মেনে নেবো না।

[২]উল্লেখ্য সোমবার (৭ জুন) ঝিকরগাছার পানি সারা ইউনিয়নের কুলিয়া গ্রাম থেকে শিক্ষাবোর্ডে কাজে আসেন রাবেয়া খাতুন ও তার ভাই আমীর হামজা।

[৩]ছোট ভাইয়ের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বিষয় জানতে রাবেয়া খাতুন বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করতে আসেন। তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করতে ভিতরে যাওয়ার চেষ্টা করলে দারোয়ান সাদেক আলী উপস্থিত লোকজনের সামনে তাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। তার ভাই আমীর হামজা এসে প্রতিবাদ করলে দারোয়ান সাদেক তাকে মারধর করে। পাশ থেকে রড নিয়ে মারার জন্য তেড়ে যায়। তখন উপসহকারি প্রকৌশলী কামাল হোসেন রুম থেকে বের হয়ে সেখানে উপস্থিত হয়ে দারোয়ানকে শান্ত করার চেষ্টা করলেও তিনি শান্ত না হয়ে আমীর হামজাকে বারবার মারতে যায়। উপসহকারি প্রকৌশলী অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর দারোয়ান সাদেক আলী শান্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়