শিরোনাম
◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস ◈ যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ◈ ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন? ◈ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩ ◈ ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ◈ সালমান শাহ হত্যা মামলা, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোর শিক্ষাবোর্ডে ভাই-বোনকে লাঞ্ছিত করার অপরাধে দারোয়ান সাদেক আলীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: [১]ভাই-বোনকে লাঞ্ছিত করার ঘটনায় যশোর শিক্ষাবোর্ডের দারোয়ান সাদেক আলীকে মঙ্গলবার (৮ জুন) শোকজ করা হয়েছে। বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আর রেজা তাকে শোকজ করেছেন। আগামী ৪ কার্যদিবসে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৯ জুন) চেয়ারম্যান আসলে তাকে চিঠি দেয়া হবে। তিনি জানান, দারোয়ান সাদেক আলী যদি শোকজের সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। আলী আর রেজা আরো বলেন, শিক্ষাবোর্ড সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মানুষ কাজে এসে লাঞ্ছিত হবে বিশেষ করে মহিলাকে লাঞ্চিত করা হয়েছে এটা আমরা কোন ভাবে মেনে নেবো না।

[২]উল্লেখ্য সোমবার (৭ জুন) ঝিকরগাছার পানি সারা ইউনিয়নের কুলিয়া গ্রাম থেকে শিক্ষাবোর্ডে কাজে আসেন রাবেয়া খাতুন ও তার ভাই আমীর হামজা।

[৩]ছোট ভাইয়ের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বিষয় জানতে রাবেয়া খাতুন বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করতে আসেন। তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করতে ভিতরে যাওয়ার চেষ্টা করলে দারোয়ান সাদেক আলী উপস্থিত লোকজনের সামনে তাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। তার ভাই আমীর হামজা এসে প্রতিবাদ করলে দারোয়ান সাদেক তাকে মারধর করে। পাশ থেকে রড নিয়ে মারার জন্য তেড়ে যায়। তখন উপসহকারি প্রকৌশলী কামাল হোসেন রুম থেকে বের হয়ে সেখানে উপস্থিত হয়ে দারোয়ানকে শান্ত করার চেষ্টা করলেও তিনি শান্ত না হয়ে আমীর হামজাকে বারবার মারতে যায়। উপসহকারি প্রকৌশলী অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর দারোয়ান সাদেক আলী শান্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়