শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার পাথরঘাটায় একসঙ্গে ৩ পুত্র সন্তান জন্ম দিলেন এক মা!

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় একটি বেসরকারি ক্লিনিকে রহিমা বেগম (৩৫)নামক এক মা একসঙ্গে ৩টি পুত্রসন্তান জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

[৩] রহিমার স্বামীর নাম মিরাজ হোসেন তিনি পেশায় একজন মাছ ধরা জেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার পদ্মা গ্রামে।
মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে শাপলা ক্লিনিকে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে একসঙ্গে তিন পুত্র সন্তান জন্মগ্রহণ করে বলে ক্লিনিক ও রহিমার পারিবারিক সূত্রে জানা গেছে।

[৪] সদ্যজাত সন্তানদের অক্সিজেনের আওতায় রাখা হয়েছে এবং মা রহিমা সুস্থ রয়েছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।
পাথরঘাটা শাপলা ক্লিনিক এর ব্যবস্থাপক মো. মিলন মিয়া জানান, প্রসূতি মা রহিমার সন্তান প্রসব জনিত ব্যথা অনুভব করলে ভোর ৫টার দিকে আমাদের ক্লিনিকে নিয়ে আসা হয়। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি নিয়ে সকাল পৌনে নয়টার দিকে অস্ত্রোপচার করে তিন সন্তান ভূমিষ্ঠ হয়।

[৫] রহিমার আরও দুটি কন্যা সন্তান রয়েছে বলে তার স্বজনরা জানিয়েছে।পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার মো.বশির আহম্মেদ বলেন, মা রহিমার গর্ভের বয়স পরিপূর্ণ না হওয়ায় সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।শরীয়তউল্লাহ ,রহমতউল্লাহ, নেয়ামতুল্লাহ । সদ্যজাত ৩ সহোদরের নাম রেখেছেন ক্লিনিকে উপস্থিত তার দাদী নানী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
এমন খুশির খবর শুনে ক্লিনিক এর আশেপাশের বাসিন্দারা ছুটে আসছেন দেখতে শিশু তিনটিকে।
উপস্থিত সকলেরই প্রার্থনা শিশু তিনটি সুস্থ অবস্থায় দুনিয়ায় বেঁচে থাকুক#

  • সর্বশেষ
  • জনপ্রিয়