শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থায়ী ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে ডেমরায় পরিবেশ বান্ধব সুস্থ সমাজের দাবিতে শির্ক্ষাথী ও এলাকাবাসীর মানববন্ধন

মো.বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় জনবহুল আবাসিক এলাকায় ডিএসসিসি’র স্থায়ী ডাম্পিং ষ্টেশন (এসটিএস) নির্মাণের প্রতিবাদে ও পরিবেশবান্ধব সুস্থ সমাজের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে ডিএসসিসি’র ৬৮ নং ওয়ার্ডের পূর্ব হাজীনগর এলাকায় ওই নির্মাণাধীন ডাম্পিং ষ্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানায়, ডাম্পিং ষ্টেশনের পশ্চিমেই জনবহুল আবাসিক এলাকা, দক্ষিণে মাদ্রসা, মসজিদ ও জনবহুল আবাসিক এলাকা, পূর্ব দিকে ঢাকা ওয়াসার পানির খাল এবং উত্তর দিকে নির্মানাধীন ১৩ তলা বিশিষ্ট পুলিশ হাউজিং প্রজেক্ট।

[৪] তাই এখানে ময়লার ডাম্পিং হলে দূর্গন্ধে মানুষ বসবাস করতে পারবে না ও ভয়াবহ পরিবেশ বির্পযয়সহ বায়ু দূষণ ঘটবে। এছাড়া ডাম্পিং ষ্টেশন এলাকায় প্রশস্থ ও বিকল্প রাস্তা না থাকায় এখানে সব সময় জানযট লেগে খাকবে বলে আশংকা করা হচ্ছে। তাই অবিলম্বে এ ময়লার ডাম্পিং অপসারণ না করা হলে কঠোর আন্দেলন করবে বলে জানায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

[৫] এ সময় বক্তব্য রাখেন স্থানীয় হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. কামরুল আলম বেলাল, দারুল কোরআন মাদ্রসার সভাপতি হাজী নুরুল হুদা, ইসলামিয়া র‌্যাডিয়েন্ট স্কুলের সভাপতি কাজী মাওলানা মফিজুল ইসলাম, পূর্ব হাজীনগর জামে মসজিদের সভাপতি হাজী নুরুল ইসলাম হাওলাদার, মো. লিটন মেম্বার, মো. মিলন খন্দকার, মো.সোলায়মান হোসেন সুমন ও মো. মনির হোসেন রমনা প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়