চাঁদপুর প্রতিনিধি: [২] চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদকব্যবসায়ীদের জোরপূর্বক জমি দখলে বাধা দেয়ায় পেট্টোল দিয়ে আগুনে পুড়িয়ে দেয় ইকবাল মাহমুদ খোকন নামে ব্যাবসয়ীকে। ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার (০৭ জুন) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তিনি মৃত্যুবরণ করেন।
[৩] আজ মঙ্গলবার (০৮ জুন) সকাল ১১টায় নিহত ব্যবসায়ীর গ্রাম পশ্চিম সকদির খান বাড়ীতে নামাজে শেষে তাকে দাফন করা হয়েছে। খোকন আব্বাস খান বাড়ীর মৃত রুস্তম খানের ছেলে। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
[৪] নিহতের ছেলে মঞ্জুর খান বলেন, তার ফুফুদের সম্পত্তি নিয়ে এলাকার চিহ্নিত ও একাধিক মাদক ব্যবসায়ী দেলোয়ার খান দেলুর বিরোধ চলে আসছিলো। জোর পূর্বক ফুফুদের সম্পত্তি দখল করতে গেলে তার পিতা খোকন বাধা দেয়। গত ৩০ মে সন্ধ্যায় হঠাৎ করে মাদকব্যবাসয়ী দেলুসহ তার সহযোগিরা তার পিতার দোকানে এসে দেশীয় অস্ত্র দিয়ে হামলা এবং পেট্টোল দিয়ে দোকান আগুন জালিয়ে দেয়। এতে তার পিতার শরীরে অধিকাংশ পুড়ে যায়। বাড়ীর লোকজন প্রথমে চাঁদপর সরকারি জেনারেল হসপিটাল এবং পরবর্তীতে ওইদিন রাতেই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্তায় তিনি সোমবার সকালে মৃত্যুবরণ করেন।
[৫] তিনি আরো বলেন, পিতার চিকিৎসার ব্যস্ততার কারণে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। হত্যার ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
[৬] নিহতের চাচাত বোন রোকেয়া বেগম বলেন, তার ভাই তাদের সম্পত্তি জোরপূর্বক দখলে বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়। তারা দোকানে এসে হামলা করে এবং জীবন্ত মানুষের গায়ে পেট্টোল দিয়ে আগুন দেয়। এমন লোমহর্ষক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।
[৭] এদিকে নামাজে জানাযায় অংশগ্রহনকারী এলাকার শত শত মানুষ এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু ও ঘটনার সাথে জড়িতদের ফাঁদির দাবী করেছেন। তারা বলেন, জীবন্ত মানুষকে পেট্টোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করার মত জঘন্য ঘটনা ওই এলাকায় কখনো ঘটেনি।
[৮] চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তবে ওই ব্যাক্তিকে পেট্টোল দিয়ে আগুনে পোড়ানো হয়েছে, তা জানাছিলোনা। কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে অবশ্যই আমরা ঘটনার সাথে জড়িতের খুব দ্রুত আইনের আওতায় আনবো।