শিরোনাম

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়তে বাংলাদেশ, সোমালিয়া, আমিরাতের সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাশিদুল ইসলাম : [২] আশরক আল আওসাত অনলাইন জানিয়েছে আমিরাতের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বাংলাদেশ ও সোমালিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে দুটি আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

[৩] আমিরাতের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আলি ফয়সাল বা’আলাবি বলেছেন- বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সোমালিয়ার ফিন্যান্সিয়াল রিপোর্টিং সেন্টারের (এফআরসি) সঙ্গে এসব চুক্তিতে অর্থপাচার বিরোধী এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করতে তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ বিনিময়ে তিনদেশ একমত হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি এ তিনটি দেশ এক সঙ্গে কাজ করে যাবে।

[৪] বা’আলাবি বলেন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াইসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয়ে পারস্পারিক গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা বলা হয়েছে। এই চুক্তি আমিরাতের আর্থিক খাতে স্থিতিশীলতা ও নিরাপত্তায় অবদান রাখবে। একই সঙ্গে তিনটি দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হবে।

[৫] সোমালিয়ার এফআরসির ডিরেক্টর আমিনা আলির সঙ্গে এবং বিএফআইইউয়ের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বা’আলাবি। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আহমেদ ওথমান আল হাম্মাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সোমালিয়া বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি জেমস সোয়ান। এ সময়ে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতায় যৌথ প্রক্রিয়ায় সমর্থন ও বেশ কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়