শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুসলিম-বিদ্বেষ থেকেই মুসলিম পরিবারের প্রতি হামলা, বললো কানাডার পুলিশ

লিহান লিমা: [২] কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের চার সদস্যকে ‘মুসলিম-বিদ্বেষ’ থেকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তীব্র ঘৃণা ও ইসলাম-বিদ্বেষ থেকে ঘাতক ট্রাক চাপা দিয়ে তাদের হত্যা করে। আল জাজিরা

[৩]নিহতদের মধ্যে আছেন দুই নারী, এক পুরুষ ও ১৫ বছরের কিশোরী। ৯ বছরের শিশুটি গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

[৪]লন্ডন পুলিশ সার্ভিসের সুপারিন্টেড পল ওয়েট বলেন, ‘এটি যে পরিকল্পিত হামলা ছিলো তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তীব্র ঘৃণা দ্বারা উদ্বুদ্ধ হয়ে শুধুমাত্র মুসলিম হওয়ার কারনে তাদের হত্যা করে ঘাতক। হতাহতদের সঙ্গে তার কোনো পূর্বপরিচয় ছিলো না।’

[৫]কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট বার্তায় তিনি লিখেছেন, এই ঘটনায় আমি শঙ্কিত। ঘৃণ্য এই ঘটনায় প্রিয়জন হারানোদের পাশে আমরা আছি। হাসপাতালে থাকা শিশুটির পাশেও আমরা আছি।’ ট্রুডো আরো বলেন, ‘লন্ডন ও কানাডার মুসলিম সম্প্রদায়কে আমি বলছি আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের সমাজে ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। এই হামলা নিকৃষ্ট ও বিশ্বাসঘাতকতার শামিল। এগুলো বন্ধ হতেই হবে।’

[৬]কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থা চলতি বছরের মার্চ মাসে জানিয়েছে, ২০১৯ সালে ১৮১টি মুসলিম-বিদ্বেষী হামলার ঘটনা নথিবদ্ধ করেছে পুলিশ। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ১৬৬।

[৭]তবে কানাডার ইতিহাসে মুসলমান সম্প্রদায়ের ওপর সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় ২০১৭ সালের জানুয়ারিতে। কিউবেকের একটি মসজিদে এলোপাথাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে ঘাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়