শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুসলিম-বিদ্বেষ থেকেই মুসলিম পরিবারের প্রতি হামলা, বললো কানাডার পুলিশ

লিহান লিমা: [২] কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের চার সদস্যকে ‘মুসলিম-বিদ্বেষ’ থেকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তীব্র ঘৃণা ও ইসলাম-বিদ্বেষ থেকে ঘাতক ট্রাক চাপা দিয়ে তাদের হত্যা করে। আল জাজিরা

[৩]নিহতদের মধ্যে আছেন দুই নারী, এক পুরুষ ও ১৫ বছরের কিশোরী। ৯ বছরের শিশুটি গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

[৪]লন্ডন পুলিশ সার্ভিসের সুপারিন্টেড পল ওয়েট বলেন, ‘এটি যে পরিকল্পিত হামলা ছিলো তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তীব্র ঘৃণা দ্বারা উদ্বুদ্ধ হয়ে শুধুমাত্র মুসলিম হওয়ার কারনে তাদের হত্যা করে ঘাতক। হতাহতদের সঙ্গে তার কোনো পূর্বপরিচয় ছিলো না।’

[৫]কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট বার্তায় তিনি লিখেছেন, এই ঘটনায় আমি শঙ্কিত। ঘৃণ্য এই ঘটনায় প্রিয়জন হারানোদের পাশে আমরা আছি। হাসপাতালে থাকা শিশুটির পাশেও আমরা আছি।’ ট্রুডো আরো বলেন, ‘লন্ডন ও কানাডার মুসলিম সম্প্রদায়কে আমি বলছি আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের সমাজে ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। এই হামলা নিকৃষ্ট ও বিশ্বাসঘাতকতার শামিল। এগুলো বন্ধ হতেই হবে।’

[৬]কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থা চলতি বছরের মার্চ মাসে জানিয়েছে, ২০১৯ সালে ১৮১টি মুসলিম-বিদ্বেষী হামলার ঘটনা নথিবদ্ধ করেছে পুলিশ। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ১৬৬।

[৭]তবে কানাডার ইতিহাসে মুসলমান সম্প্রদায়ের ওপর সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় ২০১৭ সালের জানুয়ারিতে। কিউবেকের একটি মসজিদে এলোপাথাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে ঘাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়