শিরোনাম
◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী? ◈ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে খসড়া প্রস্তুত ◈ গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ◈ ২৯৫ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: সাইদুর রহমান ◈ রেমিট্যান্স জমায় কড়াকড়ি, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:৩৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপন আধিপত্যের কারণে গুগলকে জরিমানা করল ফ্রান্স

নিউজ ডেস্ক: অনলাইনে বিজ্ঞাপন আধিপত্যের কারণে গুগলকে ২২০ মিলিয়ন ইউরো (২৬৭ মিলিয়ন ডলার বা ২২৬৪ কোটি টাকা) জরিমানা করেছে ফ্রান্স।

দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা (কম্পিটিশন রেগুলেটর) সোমবার (৭ জুন) এই জরিমানা করে।

নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার (৭ জুন) জানিয়েছে, গুগল অনৈতিকভাবে ব্যবসায়ের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করেছে। ওদিকে গুগলও জরিমানা দিতে রাজি হয়েছে। একই সঙ্গে নিজেদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছে টেক জায়ান্ট গুগল।

গুগল অ্যাড ম্যানেজারে তাদের নিজস্ব সেবা গুগল অ্যাডএক্সকে অগ্রাধিকার দিয়েছে বলে ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটির তদন্তে উঠে এসেছে।

গুগল অ্যাড ম্যানেজার বড় প্রকাশকদের জন্য বিজ্ঞাপন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। অন্যদিকে গুগলের নিজস্ব অনলাইন বিজ্ঞাপনী মার্কেটপ্লেসের নাম অ্যাডএক্স। অ্যাডএক্সে বিজ্ঞাপন প্রকাশকেরা তাদের ওয়েবসাইট বা মুঠোফোন অ্যাপে বিজ্ঞাপনের স্থান বিক্রির জন্য নিলামে অংশ নিতে পারেন। একই প্রতিষ্ঠানের দুটির সেবার মধ্যে তথ্যের আদান–প্রদান হওয়ায় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অ্যাডএক্স এগিয়ে ছিল বলে জানানো হয়।

ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটির প্রেসিডেন্ট ইজাবেল দে সিলভা বলেন, প্রতিযোগীদের বদলে গুগল নিজেদের সেবাকে অগ্রাধিকার দিয়েছে। সেটা বিজ্ঞাপনী সার্ভারে যেমন, আবার সাপ্লাই-সাইড প্ল্যাটফর্মেও তেমন।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ কর্প, ফরাসি সংবাদপত্র লে ফিগারো এবং বেলজিয়ান গণমাধ্যম গ্রুপ রসেল মার্কিন প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে তদন্তে নামে ফরাসি সংস্থাটি।

২০১৯ সালের ২২ জানুয়ারি গুগলকে ৫৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ফ্রান্সের ন্যাশনাল কমিশন অন ইনফরমেটিক্স অ্যান্ড লিবার্টিজ (সিএনআইএল)। ইউরোপীয় ইউনিয়নের তথ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করা অভিযোগে এ বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়