শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুরে মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি: [২] চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় ঝড়ের কবলে পড়ে জেলে নৌকা ডুবিতে নিখোঁজ জেলে আনোয়ার ঢালী (৫৫) এর মরদেহ উদ্ধার হয়েছে।

[৩] সোমবার সকাল ৭টার দিকে ওই এলাকার তপদার বাড়ীর সামনে মেঘনা নদীতে জেলের মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর তপাদার পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

[৪] আনোয়ার ঢালী চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা ঢালী বাড়ীর রশিদ ঢালীর ছেলে। বেঁচে যাওয়া জেলেরা হলেন নৌকার মালিক রব মীর (৬৫), খলিল পাটওয়ারী (৫৫) ও সফিক ছৈয়াল (৫০)।

[৫] কাটাখালী এলাকার ব্যবসায়ী মো. মহসিন মিয়া বলেন, রোববার (০৬ জুন) দুপুর ১২টার দিকে জেলে রব মিয়ার নৌকায় ৪জন জেলে মেঘনা নদীর কাটাখালি এলাকায় বাজাপ্তি চরের পাশে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে যায়। নৌকা থাকায় ৩জন সাঁতরে উপরে চরে উঠতে সক্ষম হলেও আনোয়ার ঢালী পানিতে তলিয়ে যায়। প্রায় ১৯ ঘন্টা পরে তার মরদেহ ওই এলাকায় নদী পাড়ে ভেসে উঠে।

[৬] হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা এলাকার ইউপি সদস্য মো. বাসার বলেন, মরদেহ ভেসে উঠার খবর জানতে পেরে নিহত জেলে আনোয়ার ঢালীর বড় ছেলে শাহজাহান ঢালী কাটাখালি থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজাকে জানানো হয়েছে। দুপুরের মধ্যে মরদেহ নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

[৭] হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, জেলের মরদেহ পাওয়াগেছে জানতে পেরেছি। কিন্তু বিষয়টি নৌ পুলিশের। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান বলেন, ঘটনাটি আমি অবগত নই। খোঁজ খবর নিচ্ছি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়