রাশিদুল ইসলাম : [২] ধনী সাতটি দেশের জোট গ্রুপ সেভেনের কাছে শতশত সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী গরীব দেশগুলোর জন্যে টিকার আবেদন জানিয়েছেন। তারা ধনী দেশগুলোর কাছে গরীব দেশগুলোকে তাদের কাছে থাকা উদ্বৃত্ত ভ্যাকসিন দিয়ে কোভিড সংক্রমণ রোধ ও বিশ^কে এ হুমকি থেকে বাঁচাতে সহায়তা চান। সিএনএন
[৩] আগামী শুক্রবার ব্রিটেন জি সেভেন সম্মেলন শুরু হচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গ্রুপের অন্যান্য দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে মিলিত হবেন।
[৪] কোভিড মহামারীর পর এই প্রথম জি সেভেন নেতারা তিন দিনের ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। বিশ^কে কোভিড মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে।
[৫] জি সেভেন নেতাদের কাছে লেখা চিঠিতে সাবেক বিশ্বনেতারা বলেন যদিও গত বছর এধরনের উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা কিন্তু এবার ফের নতুন করে সুযোগ এসেছে উদ্যোগ নেয়ার। গরীব দেশগুলো টিকা দান দাতব্য কাজ নয় বরং তা কৌশলগত স্বার্থেই করা উচিত বলেও তারা চিঠিতে উল্লেখ করেন।
[৬] সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুনসহ ১৫ জন সাবেক আফ্রো নেতা চিঠিতে স্বাক্ষর করেন। ব্রাউন বলেন জি সেভেনের এধরনের দান দাতব্য হবে না বরং তা বিশে^র সবাইকে হুমকি থেকে রক্ষা করবে।