শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন আহমদ: সিরাজুল আলম খানের বক্তব্য শুনে আমি বিভ্রান্ত হয়েছিলাম

মহিউদ্দিন আহমদ: আমার প্রতিনায়ক বইয়ের প্রধান চরিত্র সিরাজুল আলম খান। তিনি আমার গুরু। তাঁর সাক্ষাৎকারে অনেক কিছুই ওঠে এসেছে এ বইয়ে। ছয়দফা প্রসঙ্গে তিনি বলেছেন, ইত্তেফাক খুব তাচ্ছিল্যের সঙ্গে প্রথম পাতায় সিঙ্গেল কলামে নিউজটি ছেপেছিলো। তাঁর এই কথা বইয়ে আমি উল্লেখ করেছি।

তাসখন্দ চুক্তি নিয়ে পাকিস্তানের বিরোধী দলগুলোর ভূমিকা কী হবে, এ নিয়ে ডাকা বিরোধী দলগুলোর এক সম্মেলনে যোগ দিতে শেখ মুজিব গিয়েছিলেন লাহোরে। বৈঠকের আগের দিন ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সাবজেক্ট কমিটির সভায় শেখ মুজিবের লিখিত প্রস্তাব (তখনও ছয়দফা নামকরণ হয়নি) উত্থাপনের অনুমতি না পেয়ে মুজিব ওই সম্মেলন থেকে ওয়াক আউট করে সাংবাদিকদের কাছে তাঁর প্রস্তাব তুলে ধরেন। তাঁর প্রস্তাবে ছয়টি ধারা ছিলো। লাহোরের উর্দু পত্রিকায় শেখের প্রস্তাবকে ‘ছে নোক্তা’ (মানে ছয়দফা) নামে শিরোনাম করলো। এ ব্যাপারে ঢাকার আওয়ামী লীগ নেতারা এবং সাংবাদিকরা তখনও অন্ধকারে।
শেখ মুজিব ঢাকায় ফিরলেন ১১ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি ছয়দফা নিয়ে ইত্তেফাক প্রথম পাতায় লিড নিউজ করল, চার কলাম হেডিং আর তিন কলাম রিপোর্ট। সিরাজুল আলম খানের বক্তব্য শুনে আমি বিভ্রান্ত হয়েছিলাম। তিনি এমনটা কেন বলেছিলেন, তাঁর ব্যাখ্যা তিনিই দিতে পারেন।

১৯৬৯-৭০ সালের দিকে ছাত্রলীগে একটা রটনা ছিল, ইত্তেফাক সম্পাদক মানিক মিয়া নাকি ছয়দফার বিরোধী ছিলেন এবং এ নিয়ে তিনি লিখেছেনও। আমি আজও বের করতে পারিনি, তিনি এটা কোথায় বলেছেন বা লিখেছেন। বললেই তো হবে না। রেফারেন্স চাই। আমরা অনেকেই অনেক ভুল, মিথ্যা এবং গুজব নিয়ে বসবাস করি। এটা কারও নেশা, কারও পেশা, কারও জন্য বিনোদন। এটা কি বাঙালি চরিত্রের বৈশিষ্ট? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়