যশোর প্রতিনিধি:[২] টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে কোতয়ালি পুলিশ ৫ জনকে আটক করেছে। এঘটনায় জুয়া আইনের ৪ ধারায় মামলা হয়েছে।
[৩] আটককৃতরা হচ্ছে সদর উপজেলার ভাগোলপুর গ্রামের মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে জিয়াউর রহমান (৩৫) মশিউর রহমানের ছেলে শাওন হোসেন (২৪) আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম হোসেন (৪০) শামসুর রহমানের ছেলে রাজু আহমেদ (৩২) ও আমজেদ আলীর ছেলে সেকেন্দার আলী (৪৫)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় এক সেট পুরাতন তাস, একটি প্লাস্টিকের চট ও ৩শ৭৯ টাকা।
[৪] কোতয়ালি থানার দারোগা এস আই তুহিন বাওয়ালি জানান, শনিবার (৫ জুন) তারা গোপনে খবর পান ভাগোলপুর গ্রামে এক নং আসামি জিয়াউর রহমানের চায়ের দোকানের পাশে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়্ পুলিশের উপস্থিতি টের পেয় পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।