শরীফ শাওন: [২] দাবিগুলোর মধ্যে জানানো হয়, চলতি অর্থবছরে প্রস্তাবিত ১৫ শতাংশ করোরোপ বাতিল, অভিন্ন বেতন কাঠামোর নীতিমালা, অভিন্ন গ্রেডিং পদ্ধতি প্রণয়ন, সকল ধরণের বেতন ফি কমিয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দ এবং স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে।
[৩] রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'No Tax on Education' ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এ দাবি জানান।
[৪] সম্মেলনে শিক্ষার্থীরা ৮ জুন বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।