শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ভ্রাম্যমাণ করোনা পরীক্ষায় শনাক্তের হার ৯.৪৭

মঈন উদ্দীন: [২] ভ্রাম্যমাণ ফ্রি করোনা টেস্ট (র‌্যাপিড টেস্ট) শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের উদ্যোগে নগরীর পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ করোনা টেস্ট ক্যাম্প বসিয়ে জনসাধারণের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়।

[৩] এসময় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন পজেটিভ এসেছে বলে জানান রাজশাহী সিভির সার্জন ডা. কাইউম তালুকদার। তিনি বলেন, ভ্রাম্যমাণ করোনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ।

[৪] সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পে ৮৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে ৬ জনের করোনা পজেটিভ আসে। এছাড়াও হড়গ্রাম বাজারে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, সিএন্ডবি মোড়ে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, লক্ষ্মীপুর মোড়ে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন এবং তালাইমারী মোড়ে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ এসেছে। সেই তুলনায় সংক্রমণের দিক থেকে এগিয়ে নগরীর লক্ষ্মীপুর এলাকা।

[৫] ডা. কাইউম তালুকদার বলেন, ভ্রাম্যমাণ ক্যাম্পে ফ্রি করোনা টেস্ট করতে জনগনের আগ্রহ আছে। প্রাথমিকভাবে এক হাজার ২০০ জনের টেস্ট করার পরিকল্পনা আছে। তবে জনবল সংকটের কারণে ঠিক বলা যাচ্ছে না আগামীতে এ কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে কি না। আমরা রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়